Air Pollution: শীতকালের শুরুতে (Winter Season) প্রতি বছরই বায়ুদূষণের মাত্রা (Air Pollution Level) বৃদ্ধি পায়। ক্রমশ খারাপ হতে থাকে এয়ার কোয়ালিটি ইনডেক্স (Air Quality Index)। আর তার জেরে দেখা দেয় একাধিক রোগ। যাঁদের শ্বাস-প্রশ্বাস নেওয়ার ক্ষেত্রে সমস্যা রয়েছে, এই আবহাওয়া তাঁদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। মারাত্মক প্রভাব পড়তে পারে ফুসফুসে। দেখা দিতে পারে জটিল সংক্রমণ। কিন্তু বায়ুদূষণের জেরে যে শুধু শ্বাস-প্রশ্বাস নিতেই সমস্যা হবে কিংবা ফুসফুসে ইনফেকশন হবে, তা নয়। বায়ু দূষণের দাপটে আরও অনেক ভাবেই অসুস্থ হতে পারেন আপনি।
কী কী সমস্যা দেখা দিতে পারে আপনার স্বাস্থ্যে, দেখে নিন সেই তালিকা
হার্টের সমস্যা বাড়তে পারে
বাতাসে দূষণের মাত্রা বেশি থাকলে ধূলিকণার পরিমাণ বেড়ে যায়। এই পরিস্থিতিতে হার্ট অ্যাটাক, স্ট্রোক এইসব হওয়ার প্রবণতা বাড়ে। হৃদযন্ত্রের স্বাস্থ্যের অবনতি হতে পারে। তাই বাইরে বেরোলে অতি অবশ্যই মাস্ক ব্যবহার করা জরুরি। আর একটি মাস্ক একবারই ব্যবহার করুন।
কমতে পারে ইমিউনিটি
বায়ু দূষণের প্রভাবে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায়। তাই এই আবহাওয়ায় সংক্রমণ বেশি হওয়ার সম্ভাবনা থাকে। ঘনঘন অসুস্থ হয়ে যেতে পারেন আপনি। অতএব সাবধানে থাকা জরুরি। বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা নেওয়া জরুরি।
বায়ুদূষণের প্রভাবে দেখা দিতে পারে ত্বকের একাধিক সমস্যা
যেহেতু বায়ুদূষণের পরিস্থিতিতে বাতাসে ধূলিকণার পরিমাণ স্বাভাবিকের থেকে অনেকটাই বেড়ে যায়, তাই তার প্রভাবে ত্বকে একাধিক সমস্যা দেখা দিতে পারে। আর ত্বক যদি সেনসিটিভ হয়, তাহলে সমস্যা আরও বাড়বে। বায়ু দূষণের জেরে ত্বকে র্যশ, অ্যালার্জি, ব্রনর সমস্যা বাড়তে পারে। এগজিমার মতো সমস্যাও দেখা দিতে পারে।
ক্যান্সারের সম্ভাবনা বাড়ে
বায়ুদূষণের প্রভাবে ফুসফুসে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে। অন্যান্য অনেক ধরনের ক্যান্সার হওয়ার ঝুঁকিও বেড়ে যায়। প্রভাব পড়তে পারে কিডনি এবং ব্লাডারেও। এই দুই অঙ্গেও ক্যান্সার হতে পারে।
বায়ুদূষণের প্রভাবে স্মৃতিশক্তি এবং মস্তিষ্কের কর্মক্ষমতাতেও প্রভাব পড়তে পারে। একটু বয়স্কদের মধ্যে ভুলে যাওয়ার প্রবণতা দেখা যায়। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অসুবিধা হতে পারে।
আরও পড়ুন- শীতের বায়ুদূষণ থেকে আপনাকে রক্ষা করবে এই ৫ পানীয়, বাড়িতেই তৈরি হবে সহজে
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।