Surabhi Gautam: একটা ছোট্ট গ্রামে বড় হওয়া, একসময় ইংরেজিতে দূর্বল ছিলেন, ভাল ইংরেজি বলতে পারতেন না। তার জন্য কম বিদ্রুপ সহ্য করতে হয়নি তাঁকে। আর সেই অবস্থা থেকেই নিজেকে পালটে ফেলে স্বপ্নের পথে এগিয়ে গিয়েছেন সুরভী (IAS Surabhi Gautam)। আজ তিনিই দেশের অন্যতম সফল আইএএস অফিসার। IAS সুরভী গৌতম। ইউপিএসসি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে আইএএস হন সুরভী। কেমন ছিল তাঁর কষ্টের দিনগুলো ? লড়াই করে কীভাবে সাফল্য এল তাঁর জীবনে ?


সুরভীর জীবন শুধু যে আইএএস (IAS) হয়ে ওঠার জন্যেই বিখ্যাত তা নয়, ইউপিএসসির সঙ্গে সঙ্গে গেট, বার্ক, ইসরো, সেইল, এসএসসি সিজিএল, আইইএস ইত্যাদি সরকারি চাকরির পরীক্ষাগুলিও উত্তীর্ণ হয়ে নজির গড়েছেন তিনি। প্রতিটি ক্ষেত্রেই তাঁর র‍্যাঙ্ক ছিল দেশের মধ্যে সকলের শীর্ষে।


মধ্যপ্রদেশের একটি ছোট্ট গ্রামে বড় হয়ে উঠেছেন সুরভী গৌতম (IAS Surabhi Gautam)। ছোটবেলা থেকেই ব্যতিক্রমী প্রতিভার অধিকারী ছিলেন তিনি। মেধার স্ফূরণ লক্ষ্য করা গিয়েছিল ছোটবেলা থেকেই। স্কুলে পড়ার সময় ধারাবাহিকভাবেই তিনি নিজের স্কুলে ভাল র‍্যাঙ্ক অর্জন করতেন, বরাবর ক্লাসে প্রথম হতেন। দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষাতেও তিনি ৯০ শতাংশ নম্বর পেয়েছেন। স্কুল শেষ করে স্টেট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার প্রবেশিকা পরীক্ষায় বসেন সুরভী। আর সেই পরীক্ষায় তিনি শুধু যে উত্তীর্ণ হন তাই নয়, তাঁর গ্রামে তিনিই প্রথম মেয়ের ভূমিকায় আসেন যে কিনা উচ্চতর শিক্ষার জন্য শহরে পড়তে যাবে। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে স্নাতক উত্তীর্ণ হন সুরভী ভোপাল থেকে। এই সময় তিনি বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়ে স্বর্ণপদক অর্জন করেন।


তখনও ইউপিএসসি পরীক্ষার (UPSC Exam) প্রস্তুতি নিতে শুরু করেননি সুরভী (IAS Surabhi Gautam)। তাঁর আগে দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে উত্তীর্ণ হন তিনি। গেট, বার্ক, ইসরো, সেইল, এসএসসি সিজিএল, আইইএস, দিল্লি পুলিশ, এফসিআই ইত্যাদি পরীক্ষাতেও উত্তীর্ণ হন এবং আইইএস পরীক্ষায় ২০১৩ সালে তিনি প্রথম স্থান অর্জন করেন। কলেজে পড়ার সময় তিনি ইংরেজি ভাল করে বলতে পারতেন না। আর সেই নিয়ে খুব বিদ্রুপ করতেন তাঁর সহপাঠী-সহপাঠীনিরা। কিন্তু আশা ছাড়েননি তিনি, তাঁর এই দুর্বলতাকে শক্তিতে পরিণত করার চেষ্টা করতেন সুরভী। প্রতিদিন ১০টা করে নতুন শব্দ শিখতেন সুরভী আর তাতেই তাঁর কমিউনিকেশন স্কিল উন্নত হয়ে ওঠে।


২০১৬ সালে ইউপিএসসি পরীক্ষায় তিনি সারা দেশের মধ্যে ৫০ র‍্যাঙ্ক অর্জন করেন সুরভী গৌতম। বর্তমানে তিনি আহমেদাবাদের বিরামগ্রামে অ্যাসিস্ট্যান্ট কালেক্টরের পদে কর্মরত।


আরও পড়ুন: Ideas of India 3.0: 'কিছু অ্যালগোরিদম দিয়েই জাতির ভবিষ্যৎ নির্ধারণ করা যাবে না', AI-এর বিরুদ্ধে বার্তা শিক্ষক বিজেন্দ্র সিং চৌহানের


Education Loan Information:

Calculate Education Loan EMI