করুণাময় সিংহ, মালদা: চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ডান পা কাটা গেল এক যাত্রীর। অপরদিকে ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হলেন আরেকজন যুবক। 


মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে মালদা জেলার কৃষ্ণপল্লী সাবওয়ে গেট সংলগ্ন রেল লাইনের ধারে। আহত রেলযাত্রীর নাম চান কোলে বয়স(৫০)বছর। বাড়ি মালদা থানার বটতলী এলাকায়। অপর জনের নাম চিবান দোরজি বয়স(৩৭)বাড়ি  দার্জিলিং জেলায়। 


রেল পুলিশ সূত্রে খবর, স্টেশনে ঢোকার আগে ধীর গতিতে চলছিল ট্রেন। প্রাথমিক তদন্তে অনুমান, সেইসময় চলন্ত ট্রেন থেকে নামতে যান মালদা শহরের বটতলির বাসিন্দা বছর পঞ্চাশের চান কোলে। ট্রেনের ধাক্কায় কাটা পড়ে তাঁর ডান পা।


প্রায় একই সময় সেখানেই চিবান দোরজি নামে আরেক যুবক রেল লাইনের ধারে বসে ছিলেন। সেই সময় চলন্ত ট্রেনের ধাক্কায় তার মাথায় গুরুতর চোট লাগে। তড়িঘড়ি স্থানীয়রা ছুটে এসে দুই জনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। 


আরও পড়ুন: রেললাইনের ধারে ভিডিও শ্যুটে ব্যস্ত, কানে ঢোকেনি হর্ন ; ট্রেনের ধাক্কায় মৃত্যু কিশোরের


বর্তমানে দুইজনেই আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার খবর পেয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন মালদা রেল পুলিশ। 


পরিবারের সদস্যদের কিভাবে খবর দেওয়া যায় সে বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ। কিভাবে দুজনে রেল দুর্ঘটনার কবলে পড়ল তদন্ত শুরু করেছে রেল পুলিশ। 


গত সপ্তাহে, হুগলির ভদ্রেশ্বর স্টেশনের কাছে রেললাইনে বসে ভিডিও শ্যুট করতে গিয়ে মৃত্যু হয় কিশোরের। স্থানীয় সূত্রে খবর, দশমীর বিকেলে রেললাইনের ধারে ভিডিও শ্যুট করছিল তিন কিশোর।


সেইসময় আপ তিন নম্বরে লাইনে চলে আসে ব্যান্ডেলগামী লোকাল ট্রেন। হর্ন বাজালেও তা শুনতে পায়নি ভিডিও শ্যুটে ব্যস্ত কিশোর। ট্রেনের ধাক্কায় রেললাইনের ধারে পাথরের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৬ বছরের কিশোরের। বন্ধুদের মোবাইল ক্যামেরায় ধরা পড়েছে দুর্ঘটনার মুহূর্তের ছবি। 


আরও পড়ুন: চলন্ত ট্রেনে ডাকাতি-ধর্ষণ, দুষ্কৃতীদের অস্ত্রের আঘাতে জখম একাধিক যাত্রী