IBPS Clerk Recruitment: আইবিপিএস আরআরবি নিয়োগের শেষ তারিখ ছিল গতকাল। এবার আইবিপিএস ক্লার্ক নিয়োগের (IBPS Clerk Recruitment) বিজ্ঞপ্তিও প্রকাশিত হল একই দিনে। আইবিপিএস-র অফিসিয়াল ওয়েবসাইটে ক্লার্ক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ৩০ জুন। সোমবার ১ জুলাই থেকে শুরু হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়া। কবে পর্যন্ত চলবে ? কারা আবেদন করতে পারবেন ? কীভাবে আবেদন ও কত বেতন ? জেনে নিন বিশদে।
আইবিপিএস ক্লার্ক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ (IBPS Clerk Recruitment Important Dates)
- আবেদন প্রক্রিয়া শুরু - ১.৭.২০২৪
- আবেদন প্রক্রিয়া শেষ - ২১.৭.২০২৪
- প্রিলিমিনারি এক্সাম - ২৪,২৫,৩১ অগাস্ট, ২০২৪
- মেইনস এক্সাম - ১৩ অক্টোবর ২০২৪
আইবিপিএস ক্লার্ক নিয়োগ শূন্যপদ (IBPS Clerk Recruitment Vacancy)
গোটা দেশে মোট শূন্যপদের সংখ্যা - ৬১২৮
পশ্চিমবঙ্গে শূন্যপদের সংখ্যা - ৩৩১
আবেদনের যোগ্যতা (IBPS Clerk Recruitment Eligibility Criteria)
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও বিষয়ে স্নাতকস্তরের ডিগ্রি থাকা চাই। পাশাপাশি কম্পিউটারে কাজ করার জ্ঞানও থাকতে হবে। এর জন্য কলেজ বা স্কুল স্তরে কম্পিউটার নিয়ে পড়াশোনার প্রমাণস্বরূপ সার্টিফিকেট বা মার্কশিট দেখাতে হবে। ২১ জুলাইয়ের আগে সেই মার্কশিট পাওয়া চাই।
বয়সগত যোগ্যতা
আবেদনের ন্যুনতম বয়স ২০ বছর। সর্বোচ্চ বয়স ২৮ বছর। বয়সের ছাড় নির্দিষ্ট নিয়ম অনুযায়ী প্রযোজ্য হবে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
বেতন
বেসিক পে ১৯,৯০০ টাকা। এর সঙ্গে বিভিন্ন ডিএ, এইচআরএ ও অন্যান্য অ্যালাওয়েন্স ধরে মোট গড় বেতন ২৮,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকা। সর্বোচ্চ মোট বেতন ৩২,০২৪ টাকা।
আইবিপিএস ক্লার্ক নিয়োগ আবেদন প্রক্রিয়া (IBPS Clerk Recruitment Application Process)
- প্রথমে আইবিপিএস-র অফিসিয়াল সাইটে গিয়ে একটি ইমেল আইডি ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
- পরের ধাপে ওই রেজিস্টার্ড ইমেল আইডি ও ফোন নম্বর দিয়ে লগইন করতে হবে।
- এর পরের ধাপে নিজের ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে একে একে।
- পরবর্তী পর্যায়ে গিয়ে প্রয়োজনমাফিক নথি নির্দিষ্ট বিভাগে আপলোড করতে হবে।
- এর পরের ধাপে আবেদনের ফি জমা দিতে হবে। অনলাইন মোডে এটি জমা দেওয়া যাবে।
- পেমেন্ট হয়ে গেলে আবেদন পুরোটা খতিয়ে দেখে ফাইনাল সাবমিশন করতে হবে।
ডিসক্লেমার: এই তথ্যাদি পরামর্শস্বরূপ পড়ুয়া/পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু দেওয়া। তাঁদের কাছে একান্ত অনুরোধ অবশ্যই সংশ্লিষ্ট ওয়েবসাইট/নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন।
আরও পড়ুন - UGC NET 2024: UGC NET-র নয়া দিনক্ষণ ঘোষণা করল NTA, টেস্ট হবে কম্পিউটারে
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
Education Loan Information:
Calculate Education Loan EMI