Recruitment News: বিগত ৩০ জুন সারা দেশজুড়ে আইবিপিএস ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ পায়, ১ জুলাই থেকেই শুরু হয়েছিল আইবিপিএস ক্লার্কশিপ পরীক্ষার আবেদন প্রক্রিয়া। আর আজ ২১ জুলাই আবেদনের শেষ দিন। এই নিয়োগ পরীক্ষার (IBPS Recruitment) মাধ্যমে সারা দেশে মোট ১১টি ব্যাঙ্কে ক্লার্ক পদে নিয়োগ করা হবে মোট ৬১৪৮ জন প্রার্থীকে। মূলত দুটি ধাপে হবে এই পরীক্ষা (IBPS Clerkship Exam 2024)। একটি প্রিলিমস এবং আরেকটি মেইনস। দুটি পরীক্ষায় উপযুক্ত নম্বর পেয়ে উত্তীর্ণ হলেই কেবলমাত্র চাকরির সুযোগ পেতে পারেন পরীক্ষার্থীরা। এখনও যারা আবেদন করেননি, তারা দেখে নিন এই পরীক্ষার ব্যাপারে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য।


সারা দেশের মোট ১১টি ব্যাঙ্কে এই পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। তবে এই পরীক্ষার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে শূন্যপদ রয়েছে মাত্র ৩৩১টি। যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হলেই এই পরীক্ষা বসতে পারবেন আগ্রহী প্রার্থীরা। এছাড়া দরকার কম্পিউটারে কাজ করার উপযুক্ত জ্ঞান ও দক্ষতা। কম্পিউটার নিয়ে পড়াশোনা আছে এমন প্রমাণপত্র দেখাতে হবে এই পরীক্ষার জন্য। আর সেই পরীক্ষার গ্রেড কার্ড থাকা দরকার ২১ জুলাইয়ের আগের।


পরীক্ষায় নির্বাচিত হলে নিয়োগের পর মাসিক ১৯,৯০০ টাকা বেসিক পে পাবেন প্রার্থী। এর সঙ্গে জুড়ে যাবে বিভিন্ন রকম অ্যালাউয়েন্স। ফলে মোট বেতন গড়ে হবে ২৮ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা।


এই আইবিপিএস ক্লার্কশিপ পরীক্ষার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আবেদনকারী প্রার্থীর বয়স ন্যূনতম হতে হবে ২০ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ২৮ বছর। তবে কিছু সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে।


কীভাবে করবেন আবেদন


প্রথমে আইবিপিএস-র অফিসিয়াল সাইটে গিয়ে একটি ইমেল আইডি ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।


এরপরে আপনার রেজিস্টার্ড ইমেল আইডি ও ফোন নম্বর দিয়ে লগইন করতে হবে।


নিজের ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে একে একে।


পরবর্তী পর্যায়ে গিয়ে প্রয়োজনমাফিক নথি নির্দিষ্ট বিভাগে আপলোড করতে হবে।


এর পরের ধাপে আবেদনের ফি জমা দিতে হবে। অনলাইন মোডে এটি জমা দেওয়া যাবে।


পেমেন্ট হয়ে গেলে আবেদন পুরোটা খতিয়ে দেখে ফাইনাল সাবমিশন করতে হবে।


আরও পড়ুন: RBI Recruitment 2024: রিজার্ভ ব্যাঙ্কে চাকরির সুযোগ, গ্রেড বি পদে হবে নিয়োগ- কত শূন্যপদ রয়েছে ?


Education Loan Information:

Calculate Education Loan EMI