Jobs And Recruitments: আইবিপিএস (IBPS) অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন (Banking Personnel Selection) খুব তাড়াতাড়ি প্রবিশনারি অফিসার (Probitionary Officer or PO) এবং ক্লার্ক (Clerk) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি (Notification) প্রকাশ করবে বলে অনুমান করা হচ্ছে। এর পাশাপাশি আরআরবি পিও (RRB PO) এবং আরআরবি ক্লার্কের (RRB Clerk) নোটিফিকেশনও প্রকাশের কথা রয়েছে। এখনও পর্যন্ত যেটুকু আনুষ্ঠানিক খবর প্রকাশ্যে এসেছে সেখান থেকে জানা গিয়েছে, আইবিপিএস পিও (IBPS PO), আইবিপিএস ক্লার্ক (IBPS Clerk), আরআরবি পিও (RRB PO) এবং আরআরবি ক্লার্কের (RRB Clerk) শূন্যপদে (Vacamcies) নিয়োগের (Recruitment) জন্য প্রিলিমিনারি পরীক্ষা (Priliminary Examination) সম্ভবত হতে চলেছে চলতি বছর অগস্ট মাসে। এর থেকেই অনুমান, বিজ্ঞপ্তি (Notification) প্রকাশ হতে আর বেশিদিন দেরি নেই। 


আইবিপিএস ২০২৪- কবে হতে পারে পরীক্ষা, রইল সম্ভাব্য দিনক্ষণের তালিকা 



  • রিজিওনাল রুরাল ব্যাঙ্কের অফিস অ্যাসিসট্যান্ট এবং অফিসার স্কেল ওয়ান (IBPS RRB Clerk and RRB PO) - এই নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে ৩, ৫,১০, ১৭ এবং ১৮ অগস্ট। অর্থাৎ পাঁচদিন ধরে। তবে এটা সম্ভাব্য তারিখ। এখনও এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। 

  • আইবিপিএস পিও প্রিলিমস পরীক্ষা হতে পারে ১৯ অথবা ২০ অক্টোবর। আর মেন পরীক্ষা হতে পারে ৩০ নভেম্বর। তবে সবটাই সম্ভাব্য তারিখ। আইবিপিএস কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। 

  • আইবিপিএস এসও প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে ৯ সেপ্টেম্বর। আর মেন পরীক্ষা হতে পারে ১৪ ডিসেম্বর। 

  • আইবিপিএস ক্লার্ক প্রিলিমিস পরীক্ষা হতে পারে ২৪, ২৫ এবং ৩১ অগস্ট। আর মেন পরীক্ষা হতে পারে ১৩ অক্টোবর। 


আইবিপিএস- এর আওতাধীন এই সমস্ত পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনে। প্রিলিমস এবং মেন পরীক্ষা র জন্য একটিই রেজিস্ট্রেশন উইন্ডো থাকবে। আগে বিজ্ঞপ্তি প্রকাশ হবে। আর সেই নোটিফিকেশনেই যাবতীয় তথ্য দেওয়া হবে। অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরুর আগে আবেদনকারীরা এখন থেকেই কিছু জিনিস গুছিয়ে রেখে দিতে পারেন। সেই তালিকায় কী কী থাকছে, দেখে নেওয়া যাক। 



  • আবেদনকারীর ছবি- ২০ কেবি থেকে ৫০ কেবি, .jpeg file

  • আবেদনকারীর থাম্ব ইম্প্রেশন বা বুড়ো আঙুলের ছাপ- ২০ কেবি থেকে ৫০ কেবি, .jpeg file 

  • আবেদনকারীর সই- ১০ কেবি থেকে ২০ কেবি, .jpeg file 

  • আবেদনকারীর হাতে লেখা ডিক্লারেশনের স্ক্যান কপি- ৫০ কেবি থেকে ১০০ কেবি, .jpeg file 


আরও পড়ুন- ব্যাঙ্ক অফ বরোদায় চাকরি, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ- কোন পদে ? কত বেতন ? 


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


Education Loan Information:

Calculate Education Loan EMI