Bank of Baroda Recruitment: ব্যাঙ্ক অফ বরোদায় কাজের সুযোগ। কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাঙ্ক অফ বরোদা। স্থায়ী নিয়োগ হবে না, চুক্তির ভিত্তিতে করতে হবে কাজ। তবে এই কাজের সুযোগ শুধুমাত্র অন্য যে কোনও অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মীর (Bank of Baroda Recruitment) জন্য বেশি অগ্রাধিকার পাবে। ফ্রেশারদের জন্যও এই কাজের সুযোগ রয়েছে। তবে এক্ষেত্রে কোনও পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমেই হবে প্রার্থী নিয়োগ। দেখে নিন কতগুলি শূন্যপদ ? আর কাজের জন্য মাসিক কত বেতন পাবেন নির্বাচিত প্রার্থী ?


শূন্যপদ


ব্যাঙ্ক অফ বরোদায় অভিজ্ঞ অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মীদের জন্য ১টি শূন্যপদ রয়েছে বিজনেস করেসপণ্ডেন্ট সুপারভাইজর হিসেবে কাজের (Bank of Baroda Recruitment) জন্য। তবে এই চাকরি কলকাতায় বা আশেপাশে রাজ্যের মধ্যে হবে না। এই পদে নির্বাচিত হলে প্রার্থীকে কর্ণাটকে ব্যাঙ্কের অফিসে কাজ করতে হবে।


বয়সসীমা


ব্যাঙ্ক অফ বরোদায় কাজের জন্য আবেদনকারী যদি কোনও অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মী হয়, তাহলে তাদের ক্ষেত্রে বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে। অন্যদিকে তরুণ প্রার্থীদের জন্য বয়স হতে হবে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে।


কাজের মেয়াদ


এই চাকরি কোনও স্থায়ী চাকরি (Bank of Baroda Recruitment) নয়। এক্ষেত্রে চুক্তির ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে। প্রাথমিকভাবে ব্যাঙ্ক অফ বরোদায় এই পদের জন্য ৩ বছরের চুক্তিতে কাজে নেওয়া হবে নির্বাচিত প্রার্থীকে। পরে এই মেয়াদ বাড়বে কিনা তা নিয়ে কোনও তথ্য জানায়নি ব্যাঙ্ক অফ বরোদা।


শিক্ষাগত যোগ্যতা


এই পদের জন্য আগ্রহী আবেদনকারী যদি অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মী হন, তাহলে তাঁকে চিফ ম্যানেজার বা সমগোত্রীয় পদ পর্যন্ত যে কোনও পদে কাজের (Bank of Baroda Recruitment) অভিজ্ঞতা থাকতে হবে। বেসরকারি বা কো-অপারেটিভ ব্যাঙ্কেও কাজের অভিজ্ঞতা গ্রহণযোগ্য হবে।


অন্যদিকে তরুণদের জন্য কম্পিউটার জ্ঞান সহ স্নাতক উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে। তবে এমএসসি, বি.ই বা বিটেক বা এমসিএ কোর্স করা আছে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।


বেতন কত পাবে


বিজনেস করেসপেণ্ডেন্ট সুপারভাইজর পদে কাজের জন্য ১৫ হাজার টাকা মাসিক বেতন পাবেন নির্বাচিত প্রার্থী। ১৫ হাজার টাকা ফিক্সড কম্পোনেন্টের পাশাপাশি ১০ হাজার টাকার ভ্যারিয়েবল কম্পোনেন্টও রয়েছে প্রার্থীদের জন্য। এছাড়া দেওয়া হবে মাসিক ২০০ টাকা মোবাইলের খরচ বাবদ এবং যাতায়াত খরচ বাবদ মাসিক ২০০০ টাকা দেওয়া হবে প্রার্থীকে।


কীভাবে আবেদন করবেন


ব্যাঙ্ক অফ বরোদার রিজিওনাল ম্যানেজারকে উদ্দেশ্য করে ডাকযোগে পাঠাতে হবে আবেদনপত্র। জুন মাসের ৩০ তারিখের মধ্যে এই ঠিকানায় পাঠাতে হবে ডাকযোগে।


আরও পড়ুন: Job News: আয়কর বিভাগে চাকরির সুযোগ, বেতন সর্বোচ্চ ১ লাখ ১২ হাজার- কোন পদে নিয়োগ ?


Education Loan Information:

Calculate Education Loan EMI