Bank Job News: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চাকরির সুযোগ। IBPS RRB Recruitment 2025- এর জন্য আবেদন করার শেষ তারিখ আজ ২৮ সেপ্টেম্বর। এখনও যাঁরা আবেদন করেননি, এখনও হাতে বাকি রয়েছে কিছুটা সময়। আইবিপিএস- এর অফিশিয়াল ওয়েবসাইট ibps.in - এর মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। শূন্যপদ ১৩,৩১৬টি। Office Assistants (Clerk), Officer Scale-I, Officer Scale-II, and Officer Scale-III - এই পদগুলিতে নিয়োগ করা হবে। গত ৩১ অগস্ট বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল আইবিপিএস কর্তৃপক্ষ। প্রি-এক্সাম ট্রেনিং হতে চলেছে নভেম্বর মাসে। প্রিলিমস পরীক্ষা হতে পারে নভেম্বর কিংবা ডিসেম্বর মাসে। আর মেন এক্সাম হতে পারে ডিসেম্বর ২০২৫ কিংবা জানুয়ারি ২০২৬ মাসে। 

Continues below advertisement


অ্যাপ্লিকেশন ফি কোন শ্রেণির আবেদনকারীদের জন্য কত টাকা ধার্য হয়েছে 


আইবিপিএস আরআরবি পিও- র ক্ষেত্রে তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং বিশেষভাবে সক্ষম আবেদনকারীদের দিতে হবে ১৭৫ টাকা। বাকিদের জন্য এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি ৮৫০ টাকা ধার্য করা হয়েছে। আইবিপিএস আরআরবি ক্লার্ক (এসও)- র ক্ষেত্রে ৎফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম, এক্স সার্ভিস ম্যানদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি ধার্য হয়েছে ১৭৫ টাকা। বাকিদের দিতে হবে ৮৫০ টাকা। 


RRB- র Common Recruitment Process- এর মাধ্যমে পরীক্ষা নিয়ে নিয়োগ করা হবে। গ্রুপ- এ এবং গ্রুপ বি, দুই ভাগেই নিয়োগ করা হবে। গ্রুপ- এ এর ক্ষেত্রে অফিসার নিয়োগ হবে স্কেল ওয়ান, টু, থ্রি তিনভাগে, অর্থাৎ আইবিপিএস আরআরবি পিও। অন্যদিকে, গ্রুপ বি- এর ক্ষেত্রে অফিস অ্যাসিসট্যান্ট মাল্টিপারপাস যাকে আইবিপিএস আরআরবি ক্লার্ক বলা হবে, সেখানে নিয়োগ হবে। 


আরআরবি- র অফিশিয়াল ওয়েবসাইটে ঢুকেই আবেদন জানাতে পারবেন আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা। অনলাইনে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। প্রিলিমসে উত্তীর্ণ হলে তবে মেন পরীক্ষার কল লেটার পাওয়া যাবে। আর তা পাওয়া যাবে ডিসেম্বর কিংবা জানুয়ারি মাসে। মেন পরীক্ষা হতে পারে এবছর ডিসেম্বর কিংবা পরের বছর ফেব্রুয়ারি মাসে। মেন পরীক্ষার ক্ষেত্রে কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষার নিরিখে তৈরি করা হবে মেধাতালিকা। তারপর বাকি পর্যায়গুলি সম্পন্ন হবে এবং প্রবিশনারি পোস্টিং হবে। 


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


Education Loan Information:

Calculate Education Loan EMI