কলকাতা: অকালেই থেমে গিয়েছে সুর, প্রয়াত হয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গ (Zubeen Garg)। সিঙ্গাপুরে একটি অনুষ্ঠান করতে গিয়েছিলেন তিনি। আর সেখানে গিয়েই স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে যায় দুর্ঘটনা। প্রয়াত হন জুবিন। আর আজ, 'মন কি বাত' (Mann Ki Baat) অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানালেন জুবিন গর্গের প্রতি। ভুপেন হাজারিকা-র জন্মদিনে শ্রদ্ধা জানাতে গিয়ে এদিন প্রধামন্ত্রী তোলেন জুবিনের প্রসঙ্গ। সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে জুবিনের কথা বলা অংশটুকু আলাদাভাবে শেয়ার করে নিয়েছেন তিনিও।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'আজ গোটা অসম ভূপেন হাজারিকার জন্মজয়ন্তী পালন করছে। কিন্তু মাত্র কয়েকটা দিন আগেই, অসমের সমস্ত মানুষের জন্য একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। জুবিন গর্গের মতো একজন কিংবদন্তিকে হারিয়ে ফেলেছে অসম। হারিয়ে ফেলেছে গোটা দেশ। অসমের সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে ছিলেন জুবিন গর্গ। আগামী সমস্ত প্রজন্মকে ওঁর গান উদ্বুদ্ধ করবে।' পুজো এলেও, গোটা অসম যেন জুবিন গর্গকে হারানোর দুঃখে পাথর। গোটা অসমেরই যেন, 'মন মানে না'।
সিঙ্গাপুরের ১৯ তারিখ স্কুবা ডাইভিং করতে নেমে মৃত্যু হয়েছে জুবিনের। এই ঘটনায় জুবিনের আপ্তসহায়ক থেকে শুরু করে, ওই অনুষ্ঠানের আয়োজক ও জুবিনের ব্যান্ডের এক সদস্যের নামে একাধিক FIR দায়ের করা হয়েছে। আজ, অসম আইনজীবীদের অ্যাসোশিয়েশনের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, 'জুবিন গর্গের মৃত্যু হয়েছে রহস্যজনক পরিস্থিতিতে। এই ঘটনায় ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় থেকে FIR দায়ের করা হয়েছে। যদি এই মামলায় কোনও অভিযুক্তের পক্ষে কোনও আইনজীবী দাঁড়ান, তাহলে সেটা হবে ঐতিহাসিক ভুল।'
জুবিন গর্গের মৃত্যুর পর মোট ৫৫টি FIR দায়ের হয়েছে বলে সূত্রের খবর। চতুর্থ উত্তর এশিয়া ইন্ডিয়া ফেস্টিভ্যাল অর্গানাইজার (4th Northeast India Festival organiser), শ্যামকানু মোহান্ত (Shyamkanu Mahanta), জুবিন গর্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা (Siddharth Sarma)-র নামে FIR দায়ের করা হয়েছে। জুবিন গর্গ সিঙ্গাপুরে গিয়েছিলেন ওই ফেস্টিভ্যালে যোগদান করার জন্যই। শুক্রবার, অসম পুলিশ সিআইডি সমন জারি করেছে যে, এই ঘটনায় যাঁরা যাঁরা প্রত্যক্ষদর্শী ছিলেন, তাঁদের ১০ দিনের মধ্যে হাজিরা দিতে হবে।