কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : ২০২৪-এই কি শেষ ICSE পরীক্ষা ? ২০২৫-এর ICSE-র পরীক্ষা নির্ভর করছে কেন্দ্রের সিদ্ধান্তের ওপর। কলকাতায় এসে জানালেন ICSE বোর্ডের CEO জেরি অ্যারাথুন। জাতীয় শিক্ষা নীতি প্রণয়ন হল ICSE বোর্ডের স্কুলগুলিতে। সেই নীতির গেরোয় এবার সরাসরি
ICSE? প্রতিটি বিষয়ে ১০ নম্বর 'চিন্তাশীল প্রশ্ন', ২০২৪ থেকেই ICSE, ISC পরীক্ষায়।
২০২৪ সালেই কি শেষ ICSE ? জাতীয় শিক্ষানীতি (National Education Policy) চালু হওয়ার জেরে এই প্রশ্ন উস্কে দিল। ২০২৫ সালের ICSE যে অনিশ্চিত, কলকাতায় এসে তেমনটাই ইঙ্গিত দিলেন CISCE-র শীর্ষকর্তা জেরি অ্যারাথুন। সোমবার থেকে কলকাতায় শুরু হয়েছে, দেশের ৬০টি ICSE স্কুলের অধ্যক্ষদের বিশেষ প্রশিক্ষণ। সেখানেই হাজির ছিলেন CISCE-র শীর্ষ আধিকারিকরা। সেখানেই CISCE-র CEO জেরি অ্যারাথুন জানলেন, জাতীয় শিক্ষানীতি প্রয়োগের স্বার্থে ২০২৫ সালের ICSE-র পরীক্ষা হবে কিনা ? তা নির্ভর করছে কেন্দ্রের সিদ্ধান্তের ওপর।
মোদি সরকার জাতীয় শিক্ষানীতি সামনে এনেছে। পশ্চিমবঙ্গে উচ্চশিক্ষায় একাংশ তা মানলেও স্কুলশিক্ষায় রাজ্য সরকার তার বিরোধিতা করেছে। যে শিক্ষানীতিতে বলা হয়েছে, দশম শ্রেণির বোর্ড পরীক্ষা না দিয়ে সরাসরি দ্বাদশের বোর্ড পরীক্ষা দেওয়া যাবে। যে শিক্ষানীতিতে বলা হয়েছে, দশম শ্রেণির বোর্ড পরীক্ষা না দিয়ে সরাসরি দ্বাদশের বোর্ড পরীক্ষা দেওয়া যাবে। CISE এই জাতীয় শিক্ষানীতি চালু করেছে। সেই নীতির গেড়োয় ২০২৫ সালে অনিশ্চিত হয়ে পড়েছে ICSE।
২০১১ সালে দশম শ্রেণির বোর্ড পরীক্ষাকে ঐচ্ছিক করেছিল CBSE। কিন্তু, চাপের মুখে, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে দশম শ্রেণির বোর্ড পরীক্ষাকে ফের বাধ্যতামূলক করে। এবার জাতীয় শিক্ষানীতির জেরে আরেক দিল্লি বোর্ডের দশম শ্রেণির পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়ল।
জাতীয় শিক্ষানীতির জেরে রদবদল আনা হচ্ছে সিলেবাস ও প্রশ্নপত্রে। CISCE-র শীর্ষকর্তা জানিয়েছে, প্রতি বিষয়ে ২০২৪ সালের ICSE ও ISC-তে ১০ নম্বর করে চিন্তামূলক প্রশ্ন থাকবে। রাজ্য সরকার এখনও জাতীয় শিক্ষা নীতি সকুল স্তরে চালু করার কোনও সিদ্ধান্ত নেয়নি বরং বিরোধিতা করেছে।
আরও পড়ুন- পঞ্চায়েত ভোটে জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ কী ? আজ রায় দেবে আদালত
https://t.me/abpanandaofficial
Education Loan Information:
Calculate Education Loan EMI