ICSE, ISC Result 2023: আগামীকাল ১৪ মে আইসিএসই (ICSE), আইএসসির (ISC) ফলপ্রকাশ হবে। কাল দুপুর ৩টের সময় আইসিএসই, আইএসসির রেজাল্ট প্রকাশিত হবে বলে জানা গিয়েছে। কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস (CISCE) এই ফলপ্রকাশের কথা ঘোষণা করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ফলপ্রকাশ্যে পর পরীক্ষার্থীরা CISCE- এর অফিশিয়াল ওয়েবসাইট cisce.org এবং results.cisce.org- এই দু'জায়গায় রেজাল্ট দেখতে পাবেন। 


দশম শ্রেণির ICSE পরীক্ষা শুরু হয়েছিল এবছর ২৭ ফেব্রুয়ারি। আর পরীক্ষা শেষ হয়েছিল ২৯ মার্চ। অন্যদিকে দেয়াদশ শ্রেণির ISC পরীক্ষা শুরু হয়েছিল ১৩ ফেব্রুয়ারি এবং শেষ হয়েছিল ৩১ মার্চ। প্রতিটি পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীরা ভালভাবে প্রশ্নপত্র পড়ার জন্য ১৫ মিনিট করে সময় পেয়েছিলেন। চলতি বছর অর্থাৎ ২০২৩ সালে প্রায় ২.৫ লক্ষ পরীক্ষার্থী CISCE Examination দিয়েছেন। অর্থাৎ দশম ও দ্বাদশ শ্রেণি মিলিয়ে মোট পরীক্ষার্থী সংখ্যা ২.৫ লক্ষের বেশি। জানা গিয়েছে CISCE- এর অফিশিয়াল ওয়েবসাইট ছাড়াও এসএমএসের মাধ্যমেও রেজাল্ট জানা যাবে। 


মাধ্যমিকের ফলপ্রকাশ


১৯ মে মাধ্যমিকের ফলপ্রকাশ হতে চলেছে। ট্যুইট করে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ১৯ মে, শুক্রবার সকাল ১০টায় মাধ্যমিকের ফলপ্রকাশ হবে। পরীক্ষার আড়াই মাসের মাথায় ফলপ্রকাশ হতে চলেছে মাধ্যমিকের। বেলা ১২টা থেকে পর্ষদের ওয়েবসাইটে জানা যাবে ফলাফল। ফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটেও (https://bengali.abplive.com//amp)। পরীক্ষার্থীর রোল নম্বর ও জন্মতারিখ দিলেই জানা যাবে ফল। প্রকাশ করা হবে প্রথম দশের মেধাতালিকা। এবার মাধ্য়মিক পরীক্ষা দিয়েছে, ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৪ লক্ষ। 


সিবিএসই দশম শ্রেণির পরীক্ষার ফলপ্রকাশ


CBSE-র ক্লাস টেনেরও ফল প্রকাশিত। পাসের হার ৯৩.১২ শতাংশ। কোভিড-পূর্ববর্তী সময়ে ২০১৯ সালে পাসের হার ছিল ৯১.১০ শতাংশ। এবার ছাত্রদের থেকে ছাত্রীদের পাসের হার বেশি ক্লাস টেনে। ছাত্রীদের পাসের হার ৯৪.২৫ শতাংশ। অন্যদিকে, ছাত্রদের পাসের হার ৯২.২৭ শতাংশ। অর্থাৎ ছাত্রদের তুলনায় ১.৯৮ শতাংশ পাসের হার বেশি ছাত্রীদের। প্রসঙ্গত, এবার ১৫ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত ক্লাস টেনের পরীক্ষা নেওয়া হয়েছিল। তথ্য অনুযায়ী, ২১,৮৬,৪৮৫ জন ছাত্র-ছাত্রী পরীক্ষা দিয়েছিল। 


সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলপ্রকাশ


CBSE ক্লাস টুয়েলভের ফলপ্রকাশ। ছাত্র-ছাত্রীদের মধ্যে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা এড়াতে এবং চাপ কমানোর লক্ষ্যে এবার শীর্ষ স্থানাধিকারীদের নাম ঘোষণা করেনি বোর্ড। প্রসঙ্গত, এবার ১৫ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত পরীক্ষা চলে। পাস করেছে ৮৭.৩৩ শতাংশ ছাত্র-ছাত্রী। যা গতবারের তুলনায় কম। গতবার এই হার ছিল ৯২.৭১ শতাংশ। এবছর ১৬ লক্ষ ৬০ হাজার ৫১১ জন ছাত্র-ছাত্রী দ্বাদশের পরীক্ষা দিয়েছিল। যার মধ্যে ১৪ লক্ষ ৫০ হাজার ১৭৪ জন পাস করেছে। শতাংশের বিচারে যা ৮৭.৩৩। সিবিএসই-র তরফে জানানো হয়েছে, পরের বছর ক্লাস টেন ও টুয়েলভের পরীক্ষা শুরু হচ্ছে ১৫ ফেব্রুয়ারি থেকে।


আরও পড়ুন- সাঁতার কাটার সময় কীভাবে চোখ রক্ষা করবেন ইনফেকশন থেকে? নজরে থাকুক সহজ কয়েকটি টিপস


Education Loan Information:

Calculate Education Loan EMI