IDBI Bank SCO Recruitment 2024: আইডিবিআই (IDBI) ব্যাঙ্কে নিয়োগ হতে চলেছে। স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার (SCO) পদে নিয়োগ করবে আইডিবিআই ব্যাঙ্ক। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন (Online Registration) জানাতে পারবেন। অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার এবং ম্যানেজার পদে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। আইডিবিআই ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট idbibank.in - এখানে গিয়ে আবেদন জানানো যাবে। মোট শূন্যপদের সংখ্যা ৫৬টি। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জানাতে পারবেন আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা। 


কোন পদের জন্য কত শূন্যপদ রয়েছে দেখে নিন 


অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার - ২৫


ম্যানেজার গ্রেড বি - ৩১ 


আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা কেমন হওয়া প্রয়োজন, বয়সসীমাই বা কত 


অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার পদে নিযুক্ত হতে চাইলে যাঁরা আবেদন করছেন তাঁদের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ভারত সরকার স্বীকৃত যেকোনও বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পেলেই হবে। অথবা ভারত সরকারের নিয়ন্ত্রক সংস্থার দ্বারা স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকলেও আপনি আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি জানা গিয়েছে, আবেদনকারীদের বয়স ২৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ ২৮ বছরের কম হলে কিংবা ৪০ বছরের বেশি হলে আইডিবিআই ব্যাঙ্কের অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার পদে নিযুক্ত হওয়ার জন্য আবেদন করা যাবে না। 


ম্যানেজার- এই পদে চাকরির জন্য আবেদন করতে চাইলে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ভারত সরকার স্বীকৃত যেকোনও বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পেলেই হবে। অথবা ভারত সরকারের নিয়ন্ত্রক সংস্থার দ্বারা স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকলেও আপনি আবেদন জানাতে পারবেন। আপনার বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হলে আপনি আবেদন জানাতে পারবেন। অর্থাৎ ২৫ বছরের কম হলে কিংবা ৩৫ বছরের বেশি হলে আইডিবিআই ব্যাঙ্কের ম্যানেজার পদে নিযুক্ত হওয়ার জন্য আবেদন করা যাবে না। 


আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে 


আবেদনকারীদের বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার নিরিখেই প্রাথমিক স্তরে বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে। অ্যাপ্লিকেশন ফর্মে আবেদনকারী যা তথ্য লিখবেন তার ভিত্তিতেই হবে এই বাছাই প্রক্রিয়া। এঁদের মধ্যে যাঁরা সবচেয়ে ভাল হিসেবে নির্বাচিত হবেন তাঁদের ডেকে নেওয়া হবে গ্রুপ ডিসকাশন কিংবা ব্যক্তিগত ইন্টারভিউয়ের জন্য। 


অ্যাপ্লিকেশন ফি কাদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে 


তফশিলি জাতি এবং তফশিলি উপজাতির আবেদনকারীদের ২০০ টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে যার সঙ্গে জিএসটি যুক্ত রয়েছে। অন্যদিকে জেনারেল, ওবিসি এবং ইকোনমিক উইকার সেকশনের আবেদনকারীদের ১০০০ টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। অনলাইন মাধ্যমে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, আইএমপিএস, ক্যাশ কার্ড/মোবাইল ওয়ালেটের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়া যাবে। 


আরও পড়ুন- আইটিবিপিতে নিয়োগ, কোন পদে চাকরির সুযোগ রয়েছে? শূন্যপদই বা কত? 


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


Education Loan Information:

Calculate Education Loan EMI