নয়া দিল্লি: এক্সিকিউটিভ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল IDBI Bank। অনলাইনে আবেদন শুরু হয়েছে ৪ অগাস্ট থেকে। ৯২০ পদে নিয়োগ করবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।


আপাতত এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে চাকরিপ্রার্থীদের। প্রয়োজনে আরও এক বছর বাড়তে পারে কাজের মেয়াদ। তবে সেই ক্ষেত্রে প্রার্থীদের কাজের ওপরই নির্ভর করবে এই এক্সটেনশন। এই বিষয়ে তাদের কাজে লাগবে ই-লার্নিং সার্টিফিকেট। তবে খালি পদ থাকলে তবেই চাকরির মেয়াদ বৃদ্ধির বিষয়ে ভাবতে পারে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ইচ্ছুক আবেদনকারীদের এ বিষয়ে বিস্তারিত জানতে idbibank.in-এ লগ ইন করতে হবে। অনলাইনে আবেদন পর্ব সম্পূর্ণ হলে আগামী ৫ সেপ্টেম্বর পরীক্ষা নেবে ব্যাঙ্ক। অনলাইনেই হবে সেই পরীক্ষা।


কত পদে নিয়োগ ?


IDBI Recruitment 2021-অনুযায়ী ৯২০ পদে নিয়োগ করবে ব্যাঙ্ক। বিভিন্ন এক্সিকিউটিভ পদে হবে এই নিয়োগ।


আবেদনকারীর বয়সসীমা


এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর বয়সসীমা হতে হবে ২০-২৫ বছর।


শিক্ষাগত যোগ্যতা


IDBI ব্যাঙ্কের এক্সিকিউটিভ পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে স্নাতক স্তরে উত্তীর্ণ হতে হবে। কোনও স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে ৫৫ শতাংশ নম্বর পেতে হবে আবেদনকারীকে। তবে SC/ST/PWD-র জন্য এই শিক্ষাগত যোগত্য কিছুটা শিথিল করা হয়েছে। এদের ক্ষেত্রে ব্যাঙ্কে আবেদন করতে হলে স্নাতক স্তরে ৫০ শতাংশ নম্বর হলেই হবে।


কীভাবে আবেদন করবেন ?


প্রথমে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট idbibank.in-এ যান।
এবার হোম পেজে ক্যারিয়ার ট্যাবে ক্লিক করুন।
পরে Recruitment of Executives on Contract 2021-এই লিঙ্কে ক্লিক করুন।
নিউ রেজিস্ট্রশনে গিয়ে অ্যাপ্লাই অনলাইন বটন প্রেস করুন।
এখানে আবেদনকারীকে সব প্রামাণ্য নথি দিয়ে রেজিস্টার করতে হবে।
একবার রেজিস্ট্রেশন পুরো হলেই আপনার কাছে এসএমএস বা ইমেলের মাধ্যমে রেজিস্ট্রেশন নম্বর পৌঁছে যাবে।
এবার আবেদনপত্র পূরণ করুন।
সব নথি পূরণ করার পর তা জমা দিন।
শেষে আবেদনের ফি জমা করুন।
১০ আবেদনের প্রামাণ্য নথি নিজের কাছে রেখে দিন। ভবিষ্যতে এই রেজিস্ট্রেশন নম্বর আবেদনকারীর কাজে লাগবে।


Education Loan Information:

Calculate Education Loan EMI