টোকিও: রুপো এসেছে টোকিও থেকে। কিন্তু আদৌ কি সোনা আসবে ভারতের ঝুলিতে একটাও? সেই প্রশ্নের উত্তর মিলবে আজ বিকেলেই। ফ্রি স্টাইলে কুস্তিতে ৫৭ কেজি বিভাগে একটু পরেই রবি কুমার দাহিয়া নামবেন টানা দু'বারের বিশ্বচ্যাম্পিয়ন জাভুর উগুয়েভের বিরুদ্ধে। কুস্তিতে এর আগে বুধবারই কাজাখস্তানের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে সেমিফাইনালে জিতেছিলেন রবি। তবে ফাইনাল তাঁর লড়াইটা বেশ কঠিন হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। বিকেল ৪টায় সোনা জয়ের লড়াইয়ে নামছেন রবি কুমার দাহিয়া। 


রাশিয়ার জাভুর উগুয়েভকে বিশ্বের অন্যতম সেরা কুস্তিগীরই মানা হয়। ২০১৮ ও ২০১৯ সালে ২ বার বিশ্ব চ্য়াম্পিয়নশিপে খেতাব উঠেছিল জাভুরের হাতে। ৫৭ কেজি বিভাগে বেশ আক্রমণাত্মক কুস্তিগীর হিসেবেই পরিচিত জাভুর। এখনও পর্যন্ত ২ কুস্তিগীরের মুখোমুখি মহারণ ১ বারই হয়েছিল। ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেই মঞ্চে রবিকে হারিয়ে শেষ হাসি হেসেছিলেন উগুয়েভ। ৬-৪ ব্যধানে জয় পেয়েছিলেন জাভুর। সোনা জিতেছিলেন তিনি। অন্যদিকে ব্রোঞ্জ জিতেছিলেন রবি। এবার সেই অর্থে রবির সামনে থাকছে প্রতিশোধ নেওয়ার সুযোগও। কিন্তু উগুয়েভ গত বছর থেকে দুর্দান্ত ফর্মে রয়েছেন। তিনি শেষ ১৫টি আন্তর্জাতিক প্রতিযোগিতায় ১৪টি পদক পেয়েছেন। তার মধ্যে রয়েছেন ১২টি সোনা। 


মীরাবাঈ চানু, পি ভি সিন্ধু ও লভলিনা বড়গোহাঁইয়ের পর টোকিও অলিম্পিক্সে ভারতের আরও একটি পদক নিশ্চিত করেছিলেন রবি কুমার দাহিয়া। টোকিও অলিম্পিক্সে কুস্তির সেমিফাইনালে জিতেছিলেন ভারতের রবি কুমার। কুস্তির ৫৭ কেজি বিভাগে কাজাখস্তানের পালোয়ান নুরিস্লাম সানায়েভের বিরুদ্ধে জিতেছিলেন তিনি।


শুরুতে রবি ২-১ ব্যবধানে এগিয়ে গেলেও ম্যাচে ফিরে এসেছিলেন কাজাখস্তানের প্রতিপক্ষ। রুদ্ধশ্বাস ম্যাচে একটা সময় রবি কুমার পিছিয়ে ছিলেন ৭-৯ পয়েন্টের ব্যবধানে। কিন্তু সেই সময় দুরন্ত মুভে নুরিস্লামকে ম্যাট্রেসের ওপর ফেলে দেন তিনি। তাই পয়েন্টের হিসেবে নয়, সোজাসুজি ফাইনালে উঠে গেলেন ভারতীয় কুস্তিগীর। 


এর আগে এদিন হকিতে ভারতের পুরুষ দল ব্রোঞ্জ জিতে নিয়েছে। জার্মানিকে হারিয়ে দিয়েছে তাঁরা। ৪১ বছর পর হকিতে দেশের ঝুলিতে পদক এল।