IFS Success Story: ভারতের অন্যতম কঠিন পরীক্ষাগুলির মধ্যে একটি হল ইউপিএসসি। এই পরীক্ষায় সাফল্যের জন্য নানা শিক্ষার্থীর কঠোর পরিশ্রমের কাহিনি শোনা যায়। কঠোর পরিশ্রম, অধ্যবসায় আর নিষ্ঠা এই পরীক্ষায় (UPSC Success Story) সাফল্যের অন্যতম চাবিকাঠি বলেই মনে করেন সফল আইপিএস, আইএএস অফিসাররা। আর ঠিক এমনই আত্মত্যাগের কাহিনির (Success Story) দৃষ্টান্ত স্থাপন করেছেন উত্তরাখণ্ডের গীতিকা শর্মা (IFS Geetika Sharma)।
উত্তরাখণ্ডের নৈনিতালের বাসিন্দা গীতিকা ২০২১ সালে মুক্তেশ্বরে নববর্ষ উদযাপনের সময় ভালভাবে পড়াশোনা করার কঠোর সংকল্প নিয়েছিলেন। কিছু সময়ের জন্য এই কঠোর সংকল্প থেকে পিছু হটেননি গীতিকা। তারপর অন্য সকলের মত সমাজমাধ্যমের (Success Story) কারণে তিনিও বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। লক্ষ্য থেকে ক্রমেই তিনি দূরে সরে যাচ্ছেন বুঝতে পেরে গীতিকা ১৫ জানুয়ারি ২০২১ তারিখে তাঁর সমস্ত সমাজমাধ্যম অ্যাকাউন্ট মুছে ফেলেন এবং দিনে পড়াশোনার সময় বাড়িয়ে দেন। এরপরে বন্ধুবান্ধব, পরিবারের সঙ্গে উৎসব-অনুষ্ঠানগুলিও তাঁর জন্য মনোযোগ বিক্ষেপের কারণ হয়ে উঠছিল। ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি শেষবারের মত গীতিকা তাঁর পারিবারিক অনুষ্ঠানে যোগ দেন। আর তারপরে একটি হোয়াইট বোর্ড নিয়ে এসে সেখানে পড়াশোনা করার জন্য পুরো পরিকল্পনা করে নেন গীতিকা।
সেই বছরই তিনি দিল্লিতে চলে যান ভালভাবে পড়াশোনা করার জন্য। জানা গিয়েছে পারিবারিক সমস্যার কারণে অনেক চাপের মধ্যে কেটেছে গীতিকার দিন। তারপর নিজের মানসিক ও শারীরিক যত্নের দিকে মন দেন তিনি। ২০২১ সালের মে মাসে কোভিড মহামারী শুরু হয় আর তাই তাঁকে ফের নৈনিতালে ফিরে যেতে হয়। ১০ অক্টোবর ২০২১ তারিখে প্রিলিমিনারি পরীক্ষায় বসেন গীতিকা আর তারপরে ১৩ অক্টোবর থেকে ইউপিএসসি মেনসের প্রস্তুতি শুরু করেন। ২০২২ সালের জানুয়ারি মাসে তাঁর পরিবার আবার দেরাদুনে চলে আসে, আর তিনি দিল্লিতে চলে যান পড়াশোনা করতে। দিল্লিতে থেকেই মেনস পরীক্ষায় বসেন গীতিকা।
২০২২ সালের ৩০ মে ইউপিএসসির ফলাফল ঘোষণা হয় আর এই তালিকায় সারা ভারতে ২৩৯তম র্যাঙ্ক অর্জন করেন তিনি। বর্তমানে গীতিকা শর্মা একজন ইন্ডিয়ান ফরেন সার্ভিসেস আধিকারিক। জি২০ শীর্ষ সম্মেলনেও অংশ নিয়েছিলেন তিনি। তাঁর কথায় তিনি মূল ইন্টারভিউ দেওয়া আগে অনেকগুলি মক ইন্টারভিউ দিয়েছিলেন। আর সেগুলি থেকেই নিজের ভুল-ত্রুটি সংশোধন করে নেওয়ার সুযোগ হয়েছিল তাঁর।
Education Loan Information:
Calculate Education Loan EMI