IIT Placement: রেকর্ড ভাঙল এই IIT, ক্যাম্পাসিংয়ে ২.২০ কোটির প্যাকেজের চাকরি হল পড়ুয়ার

IIT Campusing: এই আইআইটি থেকে ক্যাম্পাসিংয়ের মাধ্যমে ১১২৮ জন ছাত্র-ছাত্রী চাকরি পেয়েছেন, ৪২৪ জন পেয়েছেন ইন্টার্নশিপের সুযোগ। এমনকী গড় প্যাকেজের অঙ্কও বার্ষিক ২২.৮০ লাখে পৌঁছে গিয়েছে।

Continues below advertisement

Job News: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি সংক্ষেপে আইআইটির সমস্ত শাখার থেকে এবার রেকর্ড-ভাঙা প্যাকেজ মিলল আইআইটি বিএইচইউতে। বছরে ২.২০ কোটি টাকার প্যাকেজের চাকরি মিলল ক্যাম্পাসিংয়ে, এতদিনের সমস্ত রেকর্ড ভেঙে (IIT Placement) দিয়েছে এই চাকরির প্যাকেজ। এর আগে ২০২১ সালে রেকর্ড প্যাকেজ ছিল ২.১৫ কোটি টাকার। আর এবারে সেই রেকর্ড ভেঙে ২.২০ কোটির প্যাকেজে বিগত ১০ বছরের মধ্যে আইআইটি বিএইচইউর (IIT BHU) সবথেকে ভাল পারফরম্যান্স হয়েছে এই বছর।

Continues below advertisement

এছাড়াও এই আইআইটি থেকে ক্যাম্পাসিংয়ের মাধ্যমে ১১২৮ জন ছাত্র-ছাত্রী চাকরি পেয়েছেন, ৪২৪ জন পেয়েছেন ইন্টার্নশিপের সুযোগ। এমনকী গড় প্যাকেজের অঙ্কও বার্ষিক ২২.৮০ লাখে পৌঁছে গিয়েছে। আইআইটি বিএইচইউর ডিরেক্টর এই দুরন্ত প্যাকেজের চাকরি পাওয়ার জন্য প্রতিষ্ঠানের কৃতিত্ব নিয়ে গর্ব প্রকাশ করেছেন। এই বছরের জন্য নিয়োগের ফলাফল নিয়েও আলোচনা করেছেন। এমনকী তিনি বলেছেন যে ইন্ডাস্ট্রির জন্য প্রস্তুত পেশাদার তৈরিতে প্রধান প্রতিষ্ঠান হিসেবে শীর্ষে রয়েছে আইআইটি বিএইচইউ। তিনি বলেন, 'আমাদের ছাত্র-ছাত্রীদের প্রতিভা এবং অ্যাকাডেমিক গবেষণার শ্রেষ্ঠত্বের প্রতি ইনস্টিটিউটের প্রতিশ্রুতিই একমাত্র বড় বড় ইন্ডাস্ট্রির নিয়োগকারীদের আকৃষ্ট করেছে'।

ক্যাম্পাসে যে প্লেসমেন্ট হয়েছিল তাতে ইন্ডাস্ট্রির বড় বড় সংস্থা অংশ নিয়েছিল। আইটি সংস্থা, কনসাল্টিং ফিনান্স, কোর ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে প্লেসমেন্ট ড্রাইভে অংশ নিয়েছিল সংস্থাগুলি। গুগল, মাইক্রোসফট, টাটা স্টিল, আমাজন, ডেটা ব্রিকস, আইটিসি, স্যামসাং, ওর‍্যাকল, ওয়ালমার্ট, কোয়ালকম সহ প্রায় ৩৫০টি সংস্থা ২০২৪ সালের প্লেসমেন্টে অংশ নিয়েছিল।

সাম্প্রতিক সময়ে প্লেসমেন্টের রেকর্ড

২০২৪-২৫ শিক্ষাবর্ষে- ২.২০ কোটি টাকা

২০২৩-২৪ শিক্ষাবর্ষে – ১.৬৮ কোটি টাকা

২০২২-২৩ শিক্ষাবর্ষে – ১.২০ কোটি টাকা

২০২১-২২ শিক্ষাবর্ষে – ২.১৫ কোটি টাকা

আইআইটি বিএইচইউর মোট ১১ জন পড়ুয়ার প্লেসমেন্টে চাকরি হয়েছে এমন সংস্থায় যেখানে বার্ষিক বেতন ১ কোটি টাকার বেশি। আইআইটি বিএইচইউর ডিরেক্টর সংস্থার কৃতিত্ব নিয়ে গর্ব প্রকাশ করেছে। প্লেসমেন্ট সিজন চলছে এখনও, আগামী মাসগুলিতে আরও বড় প্যাকেজের প্লেসমেন্টের আশায় প্রতিষ্ঠানগুলি। 

এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন বিগত ১০ বছরে দেশের ২৩টি আইআইটিতে আসন সংখ্যা ৬৫ হাজার থেকে বাড়িয়ে করা হয়েছে ১.৩৫ লক্ষ। আইআইটি পাটনার হস্টেল ও অন্যান্য পরিকাঠামোয় জোর দেওয়া হবে বলেও জানান তিনি এবং বলেন এই প্রতিষ্ঠানে আসন সংখ্যা আরও ৬৫০০টি বাড়ানো হবে। 

আরও পড়ুন: HDFC Bank: এইচডিএফসি ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে ? এই দিনে কাজ করবে না UPI পরিষেবা 

Education Loan Information:
Calculate Education Loan EMI

Continues below advertisement
Sponsored Links by Taboola