IIT-JEE Advanced Result: আইআইটির প্রবেশিকায় মেয়েদের মধ্যে দেশের সেরা পশ্চিমবঙ্গের বাসিন্দা দেবদত্তা মাঝি। আইআইটি খড়গপুর জোনে পরীক্ষা দিয়েছিলেন তিনি। দেবদত্তার সর্বভারতীয় র‍্যাঙ্ক ১৬। ৩৬০-এর মধ্যে ৩১২ নম্বর পেয়েছেন তিনি। গত দু'বছর ধরে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। মা ও শিক্ষক, শিক্ষিকাদের সহযোগিতায় এই ফল করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন দেবদত্তা। ভবিষ্যতে গবেষণা করার ইচ্ছে রয়েছে তাঁর।

এর আগে জেইই মেন-এর প্রথম ও দ্বিতীয় সেশন উভয় পরীক্ষাতেই রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন দেবদত্তা। ২০২৩ সালের মাধ্যমিকে ৭০০ নম্বরের পরীক্ষায় তিনি পেয়েছিলেন ৬৯৭ নম্বর। দুর্গাদাসী চৌধুরী গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন দেবদত্তা। মাধ্যমিক থেকে একের পর এক সাফল্য পাচ্ছেন বাংলার মেয়ে দেবদত্তা মাঝি। 

১৮ মে JEE জেইই অ্যাডভান্সডের পরীক্ষা নিয়েছিল আইআইটি কানপুর। ২০২৩-এর মাধ্যমিকে প্রথম হয়েছিলেন পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা দেবদত্তা মাঝি। ২০২৫ সালের উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় ষষ্ঠ স্থান দখল করেন তিনি। আইআইটির প্রবেশিকায় প্রথম হয়েছেন আইআইটি দিল্লি জোনের রজিত গুপ্ত। ৩৬০-এর মধ্যে ৩৩২ নম্বর পেয়েছেন তিনি। 

এবছর JEE Advanced পরীক্ষা হয়েছিল দুটো শিফটে। পেপার ১- এর পরীক্ষা হয়েছিল সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। আর পেপার ২- এর পরীক্ষা হয়েছিল দুপুর ২টো ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত। ২৫ মে প্রকাশিত হয়েছিল JEE Advanced- এর প্রভিশনাল অ্যানসার কি। ২৭ মে বিকেল ৫টা পর্যন্ত আপত্তি জানানোর সুযোগ ছিল প্রার্থীদের কাছে। এই পরীক্ষায় যাঁরা উত্তীর্ণ হয়েছেন তাঁরা JoSAA কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। এই কাউন্সেলিং প্রক্রিয়ার মাধ্যমেই আইআইটি-তে ভর্তির কাজকর্ম হবে। এর জন্য রেজিস্ট্রেশন শুরু হবে ৩ জুন থেকে। 

আইআইটি কানপুর JEE Advanced 2025- এর রেজাল্ট ঘোষণা করেছে ২ জুন। যাঁরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, তাঁরা JEE Advanced- এর অফিশিয়াল ওয়েবসাইট jeeadv.ac.in - এখানে গিয়ে রেজাল্ট দেখে নিতে পারবেন। রেজাল্টের পাশাপাশি আইআই টি কানপুর পেপার ১ এবং পেপার ২- এর জন্য JEE Advanced Final Answer Key- ও প্রকাশ করেছে। কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি ফরম্যাটে হয়েছিল এই পরীক্ষা। অঙ্গ, ফিজিক্স এবং কেমিস্ট্রি- এই তিন বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছিল। প্রতিটি বিষয়ের ১২০ নম্বর করে মোট ৩৬০ নম্বরের পরীক্ষা হয়েছিল। 


Education Loan Information:

Calculate Education Loan EMI