কলকাতা: বিশ্বের সেরা ইঞ্জিনিয়ারিং কলেজের তালিকায় এবার উঠে এল আইাইটি খড়গপুরের নাম। কিউএস র‌্যাঙ্কিংয়ের প্রথম ৫০ সেরা কলেজের তালিকায় আছে ভারতের আরও দুই কলেজ। আইআইটি বম্বে এবং আইআইটি মাদ্রাজ।


প্রতিবছর  কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বিশ্বের সেরা কলেজগুলির নাম জানিয়ে থাকে। সেরা ১০০ কলেজের তালিকা প্রকাশ করে থাকে তারা। এবছর এই তালিকায় আছে ১২টি কলেজের নাম। যার মধ্যে ৩টি ইঞ্জিনিয়ারিং কলেজ। জানা গিয়েছে, দেশের মোট ৫২টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এই লড়াই চলে। প্রথম ৫০-এ  জায়গা করে নিল ৩ কলেজ। এই তালিকায় আইাইটি খড়গপুরের নাম ৪৪ নম্বরে। মাইনিং ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে সেরা হিসেবে বেছে নেওয়া হয়েছে।  ৪১ নম্বরে আছে আইআইটি বম্বে। মিনারেল ইঞ্জিনিয়ারিং-এ সেরা হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান। ৩ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রথমে আছে আইআইটি মাদ্রাজ। প্রথম ৫০-এর মধ্যে ৩০ নম্বরে এই শিক্ষা প্রতিষ্ঠান।


কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটির প্রথম একশোর মধ্যে ৭৮ নম্বরে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট এব সায়েন্স। একশো নম্বরে আছে দিল্লি আইআইটি। সেরা একশোতে জায়গা করে নিয়েছে আইআইএম বেঙ্গালুরু এবং আইআইএম আমদাবাদও। পাশাপাশি বিশ্ব দরবারে উচ্চ প্রশংসিত হয়েছে, আন্না ইউনিভার্সিটির পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং ও অ্যান্থ্রোপলজি।


কীভাবে বেছে নেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠানকে? সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, লেখাপড়ার মান, পড়ুয়া শিক্ষকদের মধ্যে সম্পর্ক, গবেষণার বিষয়, গবেষণায় সাফল্যের মতো বিষয়গুলিকে নিয়ে তুল্যমূল্য বিচার করা হয়। ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে মেকানিক্যাল, সিভিল, পেট্রোলিয়াম, ইলেক্ট্রনিকস ছাড়াও আইন, সাহিত্য-র মতো বিষয়গুলি চর্চায় উঠে আসে কি না তাও খুঁটিয়ে দেখা হয়। চলতি বছর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সেরা বিষয়, তার উপর গবেষণা এবং সেই গবেষণার ফলের ভিত্তিতে সেরার তালিকা তৈরি করা হয়েছে।


 


Education Loan Information:

Calculate Education Loan EMI