কলকাতা: করোনাকালে দেশের শীর্ষস্থানীয় ইঞ্জিনিয়ারিং কলেজে যেমন ক্যাম্পাসিং-এ চাকরির মন্দা দেখা দিয়েছিল, ২০২১-এ ঠিক তার উল্টো। এবছর ক্যাম্পাসিং-এ পড়ুয়াদের জন্য চাকরির যেন বন্যা। ইনস্টিটিউটের তরফে বলা হয়েছে, এবছর ১৬০০টি চাকরির অফার এসেছে পড়ুয়াদের কাছে। যা আইআইটি-এর মধ্যে সর্বোচ্চ প্লেসমেন্ট।


প্রথম পর্যায়ের ১০ দিনের মধ্যে প্লেসমেন্টে এই কৃতিত্ব অর্জন করেছে আইআইটি। শনিবার আইআইটির তরফে একটি বিবৃতিতে এমনটাই দাবি করা হয়। এও জানা গিয়েছে এই প্লেসমেন্টে এক ছাত্রকে ২.৪ কোটি টাকার সর্বোচ্চ অফার করা হয়েছে। অন্য ২২ জন ছাত্রকে ০.৯-২.৪ কোটি টাকার CTC অফার করা হয়েছে।                 


আইআইটি খড়গপুর ১১ ডিসেম্বরের মধ্যে এই বছরের জন্য প্লেসমেন্টের প্রথম পর্যায়টি শেষ করেছে এবং দ্বিতীয় পর্যায়টি ২০২২-এর  জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে শুরু করার প্রস্তাব করা হয়েছে। আইআইটি খড়গপুরের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) ৪০০ এর বেশি প্রি প্লেসমেন্ট অফার (পিপিও) নিয়ে শুরু হয়েছিল।  আইআইটি কেজিপি তার প্লেসমেন্ট ড্রাইভের সপ্তম দিনে ১৫০০ হাজার শিক্ষার্থীকে প্লেসমেন্ট দিয়েছে যা আগের বছরের মোট প্লেসমেন্ট পরিসংখ্যানকে ছাড়িয়ে গেছে।        


আরও পড়ুন, ফের ব্যাঙ্ক ধর্মঘট, সমস্যায় পড়তে পারেন SBI-এর গ্রাহকরা              


IIT খড়গপুরের ছাত্ররা ২.৪ কোটি টাকার CTC-এর ২২টিরও বেশি অফার পেয়েছে যার মধ্যে ১০টিরও বেশি অফার দেশীয় কোম্পানিগুলি দিয়েছিল৷ প্রায় ৩৫টি বিদেশি সংস্থাও এই প্লেসমেন্টে ছিল। প্রতি কোম্পানিতে নিয়োগের গড় সংখ্যাও বেড়েছে, যার ফলে প্রতিদিন অফারের সংখ্যা সামগ্রিকভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানান হয়েছে।                     


এই বছর সফ্টওয়্যার, কোডিং, অ্যানালিসিস, কোর ইঞ্জিনিয়ারিং কোম্পানি, ব্যাঙ্কিং/ফাইনান্স সহ সমস্ত সেক্টরের কোম্পানিগুলি এই প্রক্রিয়ায় অংশ নিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, প্লেসমেন্ট সেশনের প্রথম পর্বে গুগল, মাইক্রোসফট, মাইক্রোন টেকনোলজি, উবার, হানিওয়েল, এক্সেল-এর মতো সংস্থারা অংশগ্রহণ করেছিল। 


 


Education Loan Information:

Calculate Education Loan EMI