Post Office Jobs: পোস্ট অফিসে প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে ইন্ডিয়া পোস্ট। পোস্টম্যান, মেইল গার্ড ছাড়াও মাল্টি টাস্কিং স্টাফ (MTS)পদে রয়েছে চাকরির সুবর্ণ সুযোগ। আগ্রহী চাকরিপ্রার্থীরা India Post-এ নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে সরকারি ওয়েবসাইটে যেতে হবে। শীঘ্রই এই বিষয়ে নোটিফিকেশন জারি করবে কর্তৃপক্ষ।
India Post: আবেদনের পদ্ধতিএই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের অনলাইনে যোগাযোগ করতে হবে। সারা দেশে Postman, Mail Guard, Multi Tasking Staff (MTS) পদে হবে এই নিয়োগ।
India Post Vacancy DetailsPost NameNo. of VacancyPostmen 59099Mail guards 1445Multi Tasking Staff 37539Total 98083
Circle-wise Vacancy Details
Circle Postmen Mail Guard MTS
Andhra Pradesh 2289 108 1166Assam 934 73 747
Bihar 1851 95 1956Chhattisgarh 613 16 346Delhi 2903 20 2667Gujarat 4524 74 2530Haryana 1043 24 818Himachal Pradesh 423 7 383Jammu & Kashmir 395 NA 401Jharkhand 889 14 600Karnataka 3887 90 1754Kerala 2930 74 1424Madhya Pradesh 2062 52 1268Maharashtra 9884 147 5478North East 581 NA 358Odisha 1532 70 881Punjab 1824 29 1178Rajasthan 2135 63 1336Tamil Nadu 6130 128 3361Telangana 1553 82 878Uttar Pradesh 4992 116 3911Uttarakhand 674 8 399West Bengal 5231 155 3744
Post Office Jobs: শিক্ষাগত যোগ্যতা এই ক্ষেত্রে পোস্টম্যান পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে দশম অথবা দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। মেইল গার্ডের ক্ষেত্রেও আবেদনকারীকে দশম অথবা দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। সঙ্গে কম্পিউটারের প্রাথমিক জ্ঞান থাকতে হবে আবেদনকারীর। পাশাপাশি এমটিএস পদেও একই যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থী।
India Post: প্রার্থীর বয়সসীমাপোস্ট অফিসের এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে বয়স হতে হবে চাকরিপ্রার্থীর। এই বিষয়ে বিশেদ জানতে চাকরিপ্রার্থীদের সরকারি বিজ্ঞপ্তি দেখে নিতে হবে।
Post Office Jobs: আবেদনমূল্য কত লাগবে ?এই পদে সকল ক্যাটাগরির প্রার্থীদের জন্য ১০০ টাকা আবেদন মূল্য দিতে হবে। মহিলা/ট্রান্সওমেন/SC/ST/PwD ক্যাটাগরির প্রার্থীদের জন্য এই কারণে প্রার্থীকে আবেদনমূল্য দিতে হবে। উপযুক্ত ও যোগ্য প্রাথীরা অফিশিয়াল ওয়েবসাইট https://www.ippbonline.com or www.indiapost.gov.in এর মাধ্যমে আবেদন করতে পারেন।
Education Loan Information:
Calculate Education Loan EMI