নয়াদিল্লি: ভারতীয় বায়ুসেনায় ৮৫টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। গ্রুপ-সি সিভিলিয়ান পোস্টের জন্য এই নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ ২৩ অগাস্ট।


কোন পদে কত নিয়োগ 


Supdt (স্টোর) – ১৫ জন


লোয়ার ডিভিশন ক্লার্ক – ১০ জন


হিন্দি টাইপিস্ট- ৩ জন


স্টোর কিপার- ৩ জন


সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (অর্ডিনারি গ্রেড)- ৩ জন


কুক (অর্ডিনারি গ্রেড)- ৫জন


পেইন্টার (স্কিলড)- ১জন


কার্পেন্টার (স্কিলড)- ৩জন


হাউজ কিপিং স্টাফ- ১৫ জন


মেস স্টাফ- ৯জন


মাল্টি টাস্কিং স্টাফ -১৮ জন


শিক্ষাগত যোগ্যতা


ভারতীয় বায়ুসেনার এই পদগুলিতে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের দশম, দ্বাদশ অথবা স্নাতক স্তর উত্তীর্ণ হতে হবে। এই বিষয়ে বিশদে জানতে ২৪ জুলাইয়ের এমপ্লয়মেন্ট নিউজ দেখুন। যেখানে গ্রুপ-সি সিভিলিয়ান পোস্টের যাবতীয় নিয়োগের বিষয়ে জানতে পারবেন।


চাকরিপ্রার্থীদের বয়স সীমা


ইন্ডিয়ান এয়ারফোর্সের নির্দিষ্ট পদে আবেদনর জন্য আবেদনকারীর বয়স ১৮-২৫ বছরের মধ্যে হতে হবে। এরমধ্যে সরকারি নিয়ম অনুসারে কিছু ক্ষেত্রে বয়স সীমা শিথিল করা হয়েছে। তফসিলি জাতি ও উপজাতিদের ক্ষেত্রে এই বয়স সীমা ৫ বছর শিথিল করা হয়েছে। অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)-দের আবেদনের ক্ষেত্রে ৩ বছর ছাড় দিয়েছে সরকার। এ ছাড়াও পিডব্লুডি ক্যাটিগরির জন্য ১০ বছর বয়স সীমা শিথিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী আবেদনের ক্ষেত্রে বয়স সীমায় ছাড় রয়েছে।


কীভাবে আবেদন করবেন ?


প্রথমে আবেদনকারীদের তাদের শিক্ষাগত যোগ্যতা, কাস্ট ছাড়াও বয়স ও এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের প্রামাণ্য নথি নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। এই আবেদনপত্র ও ঠিকানা পেতে এমপ্লয়মেন্ট নিউজপেপার দেখতে হবে চাকরিপ্রার্থীকে। ২৪ জুলাই এই নিয়োগের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে সেখানে। সেখানেই ইন্ডিয়ান এয়ারফোর্স স্টেশনের কোন ইউনিটে আবেদনপত্র পাঠাতে হবে তা বলা রয়েছে। সাধারণ ডাকের মাধ্যমে ইন্ডিয়ান এয়ারফোর্স স্টেশনে পাঠাতে হবে এই আবেদনপত্র।এনভেলপের ওপরে পোস্ট ও ক্যাটিগরি লিখে পাঠাতে হবে। ১০ টাকার পোস্টাল স্টাম্ফ ব্যবহার করতে হবে এনভেলপের সঙ্গে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৩ অগাস্ট।


Education Loan Information:

Calculate Education Loan EMI