Jobs In Indian Airforce: ইন্ডিয়ান এয়ারফোর্স (IAF)অগ্নিবীর বায়ু পদের জন্য স্পোর্টস কোটায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শূন্যপদগুলির জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ভারতীয় বিমানবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। নিচে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিশদ বিবরণ সংক্ষেপে দেওয়া হল। 


Indian Airforce Jobs: কোন পদে নিয়োগ হবে  
Athletics Handball
Basketball Kabaddi
Cycling Squash
Cycle Polo Swimming
Cricket Weightlifting
Football Volleyball
Hockey Water Polo


Jobs In Indian Airforce: অগ্নিবীর বায়ুর জন্য বয়সসীমা
এই পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ২১ বছর রাখা হয়েছে।


Indian Airforce Jobs: বেতন কাঠামো
পুরো চার বছরের চাকরিতে প্রথম বছর ৩০ হাজার, দ্বিতীয় বছর ৩৩ হাজার, তৃতীয় বছর ৩৬,৫০০ ও চতুর্থ বছর ৪০ হাজার টাকা বেতন দেওয়া হবে। চার বছর শেষে সেবা নিধি প্যাকেজ অনুযায়ী ১০.০৪ লক্ষ টাকা পাবেন অগ্নিবীররা। বেতনের বিষয়ে বিশদে জানতে অফিসিয়াল সাইট দেখে নিতে হবে।


অগ্নিবীর বায়ু নির্বাচন প্রক্রিয়া:
প্রার্থীদের বাছাই করা হবে পিএফটি, স্পোর্টস স্কিল টেস্ট ও মেডিকেল পরীক্ষার মাধ্যমে।পরীক্ষার/সাক্ষাৎকারের সঠিক তারিখ, সময় এবং স্থান অফিসিয়াল বিজ্ঞাপনে পাবেন। প্রার্থীদের নির্বাচনের নিয়ম এবং যোগ্যতার নিয়ম সম্পর্কে আরও বিশদ বিবরণের জন্য আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন 


অগ্নিবীর বায়ুর জন্য কীভাবে আবেদন করবেন:
বিজ্ঞাপনের শেষে উল্লিখিত ফরম্যাটে আবেদনপত্র জন্য শুধুমাত্র A4 আকারের কাগজ ব্যবহার করা উচিত। মানসম্মত নয় এমন আবেদনপত্র বাতিল করা হবে।


আবেদনপত্রের সমস্ত প্রয়োজনীয় ক্ষেত্র, স্বাক্ষর ও বাম হাতের বুড়ো আঙুলের ছাপ সহ, সেইসঙ্গে বিজ্ঞাপনের 18(a) অনুচ্ছেদে উল্লেখিত ছবি জুড়ে দেওয়া অবশ্যই পূরণ করতে হবে। এই নথিগুলি, আবেদনপত্রের সঙ্গে অবশ্যই স্ক্যান করতে হবে ও একটি একক পিডিএফ ফাইল হিসাবে অফিসিয়াল ই-মেইল ঠিকানা bluesports.rec@iaf.nic.in-এ পাঠাতে হবে। PDF ফাইলের সর্বোচ্চ আকার 20MB।


কীভাবে অনলাইন/অফলাইনে আবেদন করতে হয় সে সম্পর্কে বিস্তারিত নির্দেশাবলীর জন্য আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন


গুরুত্বপূর্ণ তারিখ:
অনলাইনে আবেদনের শুরুর তারিখ: 29-04-2023


অনলাইনে আবেদনের শেষ তারিখ: 05-05-2023


পরীক্ষার তারিখ: 17-05-2023 থেকে 19-05-2023


Jobs In SBI: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (SBI) চাকরি করতে চাইলে এসেছে সুবর্ণ সুযোগ। স্পেশালিস্ট ক্যাডার অফিসারের ২১৭ টি পদের জন্য অনলাইন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাঙ্ক। ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ভিপি ও সিনিয়র এক্সিকিউটিভ পদে হবে নিয়োগ। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা কেবল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।  চাকরিপ্রার্থীদের স্বার্থে তথ্যের উদ্দেশ্যে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিশদ বিবরণ সংক্ষেপে নিচে দেওয়া হল।


SBI Recruitment: কোন পদে কত নিয়োগ ?
ম্যানেজার 02
ডেপুটি ম্যানেজার 44
সহকারী ব্যবস্থাপক 136
সহকারী ভিপি 19
সিনিয়র স্পেশাল এক্সিকিউটিভ 01
সিনিয়র এক্সিকিউটিভ 15
মোট 217


আরও পড়ুন : SBI Recruitment: স্টেট ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ, ২১৭ টি পদে হবে নিয়োগ


Education Loan Information:

Calculate Education Loan EMI