নয়া দিল্লি : উচ্চশিক্ষায় (Higher Education) এবার আরও দরজা খুলে যাচ্ছে ভারতীয় পড়ুয়াদের। খুব শীঘ্রই যৌথভাবে ডিগ্রি (Degree) প্রদান করতে পারে ভারত ও বিদেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি। এমনকী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর অনুমোদনের ভিত্তিতে একসঙ্গে কোনও প্রোগ্রামের সুবিধা দিতেও পারে। এমনই জানালেন ইউজিসি-র চেয়ারম্যান এম জগদীশ কুমার। মঙ্গলবার উচ্চশিক্ষা নিয়ন্ত্রকের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।


এরপর এক সাংবাদিক বৈঠকে এম জগদীশ কুমার বলেন, "ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিয়েশন কাউন্সিল অনুমোদিত যে কোনও ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান যারা ন্যূনতম ৩.০১ স্কোর করেছে বা ন্যাশনাল ইন্সটিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্কের সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের ক্যাটেগরিতে রয়েছে অথবা ইনস্টিটিউট অফ এমিনেন্স পর্যায়ে রয়েছে, তারা টাইমস হায়ার এডুকেশন বা QS World University-র সেরা 500 বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সম্বন্বয় স্থাপন করতে পারে। ইউজিসি-র কাছ থেকে আগাম কোনও অনুমোদন ছাড়াই। এই প্রোগ্রামে ছাত্রদের বিদেশি প্রতিষ্ঠান থেকে ৩০ শতাংশের বেশি নম্বর পেতে হবে।"


আরও পড়ুন ; একইসঙ্গে জোড়া ডিগ্রি কোর্সে পড়ার সুযোগ, অভাবনীয় পদক্ষেপ ইউজিসি-র


দিনকয়েক আগেই একই সময়ে একইসঙ্গে জোড়া কোর্সে পড়ার সুযোগ (Two Degree Programme) দেওয়ার পদক্ষেপ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন তথা ইউজিসি (UGC)। কমিশনের চেয়ারম্যান প্রফেশর জগদীশ কুমার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ইউজিসি-র ডুয়াল প্রোগ্রাম বা টু ডিগ্রি প্রোগ্রামের সম্পর্কে বিস্তারিতভাবে জানান।


টু ডিগ্রি প্রোগ্রাম কোন কোন পর্যায়ে-


স্নাতক, স্নাতকোত্তর, পিএইডি ব্যতিত ডিপ্লোমা কোর্স ও এমফিল পর্যায়ে কার্যকর হবে এই টু ডিগ্রি প্রোগ্রাম। একই পর্যায়ের কোনও ভিন্ন দুটি কোর্স করতে পারবেন পড়ুয়ারা। অর্থাৎ স্নাতক স্তরের কোনও পড়ুয়া চাইলে সেই পর্যায়ের নিজের কোর্সের পাশাপাশি অন্য একটি কোর্স করতে পারবেন না। কিন্তু স্নাতক স্তরের কোনও পড়ুয়া চাইলে স্নাতকোত্তরের কোনও কোর্স করতে পারবেন না।


কীভাবে কার্যকর হবে এই কোর্স-


দুই কোর্সের সময় যাতে কোনওভাবেই একে অপরের সঙ্গে একসঙ্গে না চলে সেটা প্রাথমিক শর্ত। পাশাপাশি কয়েকটি ভাগে এই প্রোগ্রাম কার্যকর হবে। প্রথমত, একটি ফিজিক্যাল কোর্স হলে অপর কোর্সটি করতে হবে অনলাইনে। দ্বিতীয়ত, দুটি কোর্স করতে হবে দুটি ভিন্ন বিশ্ববিদ্যালয়ে। তৃতীয়ত, দুটি কোর্সই যদি অনলাইনে হয়, সেক্ষেত্রে একসঙ্গে পড়ার ক্ষেত্রে কোনও অসুবিধা নেই। দুই কোর্স চালানোর ক্ষেত্রে পড়ুয়াদের উপস্থিতি কীভাবে গ্রাহ্য হবে তা ঠিক করবে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়।


 


Education Loan Information:

Calculate Education Loan EMI