Jobs In Indian Army: ভারতীয় সেনায় চাকরি করতে চাইলে এটাই হতে পারে সেরা সুযোগ। ২৬ জুলাই থেকে শুরু হয়েছে আবেদনের প্রক্রিয়া। আগ্রহী চাকরিপ্রার্থীরা  ইন্ডিয়ান আর্মির (Indian Army) অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন। 


Indian Army Recruitment: সব মিলিয়ে কোথায় কত নিয়োগ ?
শর্ট সার্ভিস কমিশনে সব মিলিয়ে ১৯১ জনকে নিয়োগ করা হবে। যার মধ্যে 'টেকনিক্যাল' পুরুষের সংখ্যা হবে ১৭৫ জন। মহিলা ১৪ জন ছাড়াও আর্মি জওয়ানদের বিধবাদের জন্য দুটি আসন রাখা হয়েছে। আগামী ২৪ অগাস্টের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে চাকরিপ্রার্থীদের।


Jobs In Indian Army: শিক্ষাগত যোগ্যতা
শর্ট সার্ভিস কমিশনের টেকনিক্যাল পদে আবেদনের ক্ষেত্রে পুরুষ ও মহিলা চাকরিপ্রার্থীদের অবশ্যই ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হতে হবে। সেই ক্ষেত্রে তাদের B.E./B. Tech উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। তবে নন টেকনিক্যাল পদে বিধবা চাকরিপ্রার্থীরা স্নাতক হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। 


Indian Army Recruitment: আবেদনকারীর বয়সসীমা
এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের বয়স ১.০৪.২০২৩-এর মধ্যে টেকনিক্যালের জন্য ২০ থেকে ২৭ বছর হতে হবে। সেখানে নন টেকনিক্যালের জন্য চাকরিপ্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
SSC (Tech) 60 Men & SSCW (Tech) 31 Women Technical Course 20 to 27 years
SSC(W)(Non-Tech)(Non-UPSC) – Widows of Defence Personnel 35 years


Jobs In Indian Army: এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে।


Indian Army Recruitment: আবেদনের ফি
এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের কোনও আবেদনের ফি দিতে হবে না। 


Jobs In Indian Army: নির্বাচনের পদ্ধতি
একবার আবেদনপত্রগুলি যাচাই হয়ে গেলে প্রার্থীদের PET, SSB Interview ও Medical Exam-এর মধ্যে দিয়ে যেতে হবে। তারপরই প্রার্থী বাছাই পর্ব সম্পূর্ণ হবে।


উপযুক্ত ও যোগ্য প্রাথীরা অফিশিয়াল ওয়েবসাইট www.joinindianarmy.nic.in এ গিয়ে নির্দিষ্ট আবেদনপত্রে শিক্ষাগত যোগ্যতা, জাতি, বয়স, অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) ও অন্য কোনও প্রাসঙ্গিক নথিপত্রের সমর্থনে শংসাপত্রের স্বাক্ষরযুক্ত কপি সহ আবেদন করতে পারেন ।



 


আরও পড়ুন: Google Internship: গুগলে ইন্টার্নশিপ করতে চান ? এভাবে করুন আবেদন


Education Loan Information:

Calculate Education Loan EMI