Indian Bank SO Recruitment 2024: চুক্তির ভিত্তিতে স্পেশালিস্ট অফিসার নিয়োগ করবে ইন্ডিয়ান ব্যাঙ্ক। ২৯ জুলাই এই নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে ব্যাঙ্কটি (Indian Bank SO Recruitment)। আগামী ১৪ জুলাই পর্যন্ত চলবে এই আবেদনের প্রক্রিয়া। ওই পদগুলিতে আবেদনের জন্য যোগ্যতা, শূন্যপদ, বয়স ইত্যাদি সবই জানিয়েছে ইন্ডিয়ান ব্যাঙ্ক।


আবেদনের যোগ্যতা 


বয়স - ২৩ - ৪০ বছর। তবে এটি স্থান ও পদ অনুযায়ী পাল্টাতেও পারে (Indian Bank SO Recruitment 2024 Eligibility Criteria)। 


শিক্ষাগত যোগ্যতা


চার বছরের ইঞ্জিনিয়ারিং বা টেকনিকাল ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি প্রাসঙ্গিক বিষয়ে। কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিকস, বিষয় হিসেবে থাকতে হবে।


অভিজ্ঞতা - ন্যুনতম ২ বছর থেকে ৮ বছর। 


কোন কোন পদে নিয়োগ


অ্যাসোসিয়েট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, ডেপুটি ভাইস প্রেসিডেন্ট (Indian Bank SO Recruitment 2024 Posts)।


বেতন



  • অ্যাসোসিয়েট ম্যানেজার - ১৫ - ২৫ লাখ প্রতি বছর অর্থাৎ প্রতি মাসে  ১ লাখের কিছু বেশি।

  • অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট - ২০ থেকে ৩০ লাখ প্রতি বছর অর্থাৎ প্রতি মাসে দেড় লাখের কিছু বেশি।

  • ডেপুটি ভাইস প্রেসিডেন্ট - ২৫ লাখ থেকে ৪৫ লাখ প্রতি বছর অর্থাৎ প্রতি মাসে ২ লাখের কিছু বেশি (Indian Bank SO Recruitment 2024 Salary)।


মোট শূন্যপদ


ইন্ডিয়ান ব্যাঙ্কের স্পেশালিস্ট অফিসার নিয়োগের (Indian Bank SO Recruitment 2024 Vacancy) মোট শূন্যপদ ১০২। এর মধ্য়ে অসংরক্ষিতদের জন্য ৪৪, এসসি ১৫, এসটি  ৮, ওবিসি ২৬, আর্থিকভাবে পিছিয়ে পড়া ব্যক্তিদের জন্য ৯টি শূন্যপদ রয়েছে।


কীভাবে আবেদন করবেন (Indian Bank SO Recruitment 2024 Application Process) ?



  • প্রথমে ব্যাঙ্কের কেরিয়ার পেজ indianbank.in/career-এ যেতে হবে।

  • সেখানে গিয়ে স্পেশালিস্ট অফিসারের নিয়োগ লিঙ্কে যেতে হবে।

  • এর পর নিজের প্রাথমিক তথ্য পূরণ করতে হবে।

  • পরবর্তী ধাপে সেভ করে সাবমিশনের আগে সব চেক করে নিতে হবে।

  • পরের ধাপে নথি যেমন নিজের ছবি, সইয়ের ছবি ইত্যাদি আপলোড করতে হবে।

  • তারপরের ধাপে অনলাইন পেমেন্ট করতে হবে।


ডিসক্লেমার: এই তথ্যাদি পরামর্শস্বরূপ পড়ুয়া/পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু দেওয়া। তাঁদের কাছে একান্ত অনুরোধ অবশ্যই সংশ্লিষ্ট ওয়েবসাইট/নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন।


আরও পড়ুন - India Post GDS Recruitment 2024: ভারতীয় ডাকবিভাগে ৩০০০০ পদে শুরু হবে নিয়োগ, কোন কোন পদে কারা যোগ্য ?


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।


Education Loan Information:

Calculate Education Loan EMI