Indian Navy Recruitment 2023: ভারতীয় নৌসেনাবাহিনীতে (Indian Navy) চাকরির সুযোগ। শর্ট সার্ভিস কমিশন ইনফরমেশন টেকনোলজি বা SSC IT পদে নিয়োগ করা হবে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন আগামী ২০ অগস্ট পর্যন্ত। ১৯৯৯ সাল থেকে ২০০৪ সালের মধ্যে যাঁরা জন্মগ্রহণ করেছেন তাঁরাই এক্ষেত্রে আবেদন করতে পারবেন। মোট ৩৫টি শূন্যপদে নিয়োগ করবে ভারতীয় নৌসেনাবাহিনী। 


শিক্ষাগত যোগ্যতা


দশম অথবা দ্বাদশ শ্রেণিতে আবেদনকারীকে অন্তত ৬০ শতাংশ নম্বর পেতে হবে। এছাড়াও এমএসসি/বিই/এমটেক (কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইজিনিয়ারিং/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজি/সফটওয়্যার সিস্টেমস/সাইবার সিকিউরিটি/সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড নেটওয়ার্কিং/কম্পিউটার সিস্টেমস অ্যান্ড নেটওয়ার্কিং/ডেটা অ্যানালিস্ট/আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স), এমসিএ সঙ্গে বিসিএ/বিএসসি (কম্পিউটার সায়েন্স/ইনফরমেশন টেকনোলজি) - এইসব ক্ষেত্রেও নূন্যতম ৬০ শতাংশ নম্বর পেলে তবেই আবেদন করা যাবে। 


বেছে নেওয়া প্রার্থীরা শর্ট সার্ভিস কমিশনে নিযুক্ত হবেন ১০ বছরের জন্য (প্রাথমিক ভাবে)। এরপর চারবছর মেয়াদ বাড়তে পারে (দু'বছর করে দু'টি টার্মে)। এই এক্সটেনশন বা মেয়াদ বৃদ্ধির বিষয়টি নির্ভর করবে কী পরিষেবা প্রয়োজন, পারফরম্যান্স, শারীরিক যোগ্যতা এবং প্রার্থীর ইচ্ছের উপরে। ভারতীয় নৌসেনাবাহিনীর তরফে আনুষ্ঠানিক বিবৃতিতে এমনতাই জানানো হয়েছে। 


ভারতীয় ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ


ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতীয় ডাক বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে। ২৩ অগস্ট পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন প্রার্থীরা। ২৪ থেকে ২৬ অগস্টের মধ্যে প্রার্থীরা তাঁদের অ্যাপ্লিকেশন ফর্ম এডিট করতে পারবেন। ৩০,০৪১টি শূন্যপদে নিয়োগ করা হবে। ১৮ থেকে ৪০ বছর বয়সীদের মধ্যে থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন গ্রামীণ ডাক সেবক পদের জন্য। indiapostgdsonline.gov.in - এর মাধ্যমে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন আগ্রহীরা। মহিলা, ট্রান্স-ওম্যান, তফশিলি জাতি/উপজাতি - এইসব ক্যাটেগরির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি লাগবে না। বাকিদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি ১০০ টাকা। 


কলকাতায় পুরসভায় চাকরির সুযোগ


ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে নিয়োগ করছে কলকাতা পুরসভা। পুরসভার তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে। এই বিষয়ে আগ্রহ থাকলে যোগ্য প্রার্থীরা শুধুমাত্র কলকাতা পুরসভার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি দেখতে পারেন। আবদেন করতে হবে অফলাইনে। ৭ থেকে ১২ অগস্টের মধ্যে আবেদন জমা দএয়া যাবে। ৮টি শূন্যপদে নিয়োগ করা হবে। প্রতি মাসে বেতন ২২ হাজার টাকা। ১ জানুয়ারি ২০২৩ অনুযায়ী, আবেদনকারীর বয়সসীমা ৪০ বছর। 


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


আরও পড়ুন- ভারতীয় ডাকবিভাগে চাকরির সুযোগ, কোন পদে হবে নিয়োগ? শূন্যপদ কত?


Education Loan Information:

Calculate Education Loan EMI