Indian Navy Jobs: ভারতীয় নৌবাহিনীতে যোগ দিতে চান ? শিক্ষাগত যোগ্যতাও রয়েছে আপনার ? তাহলে এই সুযোগ আপনারই জন্য। ২৫০টি শূন্যপদে ভারতীয় নৌবাহিনীতে নিয়োগ করা হবে, সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এই নিয়োগের। শর্ট সার্ভিস কমিশনের অধীনে (Indian Navy Recruitment) ২৫০টি পৃথক পৃথক পদের জন্য এই নিয়োগ (Job News) করা হবে। রেজিস্ট্রেশন লিঙ্ক চালু হলেই আগ্রহী প্রার্থীরা এই সমস্ত পদের জন্য আবেদন করতে পারবেন। joinindiannavy.gov.in ওয়েবসাইট থেকে এই আবেদন করতে হবে।


গুরুত্বপূর্ণ দিনগুলি


তবে এখনও পর্যন্ত ভারতীয় নৌবাহিনীর এই সমস্ত পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই আবেদনের প্রক্রিয়া। চলবে আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যেই আগ্রহী প্রার্থীদের আবেদন করে ফেলতে হবে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে।


শুধুমাত্র অনলাইনেই করা যাবে আবেদন


ভারতীয় নৌবাহিনীর এই সমস্ত পদের জন্য কেবলমাত্র অনলাইনেই আবেদন করা যাবে। ভারতীয় নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে এই জন্য প্রার্থীদের যেতে হবে এবং সেখান থেকে শুধু আবেদন নয়, বরং আবেদন সংক্রান্ত অন্যান্য তথ্যও জানা যাবে।


কী যোগ্যতা লাগবে


আগ্রহী প্রার্থী যারা নৌবাহিনীর এই সমস্ত পদের জন্য আবেদন করতে চাইছেন তাদের অবশ্যই বি.ই, বি.টেক, এমএসসি, এমসিএ বা এমবিএ ডিগ্রি থাকতে হবে এবং ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেয়ে পাশ করতে হবে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে। এছাড়াও প্রার্থীকে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে ইংরেজিতে। তবে আলাদা আলাদা পদের জন্য আলাদা আলাদা ডিগ্রি প্রয়োজন। আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৩-এর মধ্যে।


কীভাবে হবে প্রার্থী নির্বাচন


প্রথমে প্রার্থীদের আবেদনের ভিত্তিতে তাদের বাছাই করা হবে। তারপর সেই আবেদনের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে প্রার্থীদের। তারপর প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে এবং তারপর নির্বাচিত প্রার্থীদের ৩ বছরের জন্য প্রবেশন পিরিয়ডে রাখা হবে।


কত বেতন পাবেন


আবেদনের জন্য একেক পদের জন্য যেমন একেক রকম যোগ্যতা দরকার, তেমনই একেক পদের জন্য আলাদা আলাদা বেতন কাঠামো রয়েছে। উদাহরণস্বরূপ সাব লেফটেন্যান্টের পদের জন্য নির্বাচিত হলে আপনি মাসে ৫৬ হাজার টাকার বেতন পাবেন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Bank Jobs: পঞ্জাব অ্যান্ড সিন্দ ব্যাঙ্কে ২০০ পদে নিয়োগ, আবেদন করতে হবে এই দিনের মধ্যে


Education Loan Information:

Calculate Education Loan EMI