Jobs And Recruitments: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে (Indian Oil Corporation Limited) শিক্ষানবিশ (Apprentice) পদে নিয়োগ করা হবে এই নোটিফিকেশন আগেই প্রকাশ হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়াও। মোট ১৮২০টি শূন্যপদে নিয়োগ করা হবে। ১৬ ডিসেম্বর থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। আর তা চলবে ৫ জাউয়ারি, ২০২৪- বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন জানাতে পারবেন। ১৮ থেকে ২৪ বছর বয়সীরা এই শিক্ষানবিশ পদের জন্য আবেদন জানাতে পারবেন। 


শিক্ষানবিশ পদে কারা যোগ্য তাঁদের নির্বাচন হবে কীভাবে


আবেদনকারীরা অনলাইন পরীক্ষায় যা নম্বর পাবেন এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড যা যা শর্তাবলী দিয়েছে সেগুলির নিরিখে- এই দুইয়ের ভিত্তিতে আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। অনলাইন পরীক্ষায় Objective Type Multiple Choice Questions (MCQs)- থাকবে। প্রতিটি প্রশ্নে চারটি করে অপশন থাকবে, সেখান থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে। অনলাইন পরীক্ষায় প্রার্থী উত্তীর্ণ হলে তাঁর নির্বাচন হবে এবং এরপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ। যেসব তথ্য প্রার্থী আবেদনপত্রে লিখেছেন তার সঙ্গে বাস্তবের নথির মিল রয়েছে কিনা সেটাই খতিয়ে দেখা হবে। এই পুরো প্রক্রিয়া সম্পন্ন হলে যোগ্য প্রার্থীদের শিক্ষানবিশ পদে নিয়োগ করবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইটে বাকি যাবতীয় খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে। এই শিক্ষানবিশ পদে নিযুক্ত হওয়ার জন্য প্রার্থীদের কোনও আগাম অভিজ্ঞতা থাকার প্রয়োজন নেই।


কীভাবে আবেদন করবেন 



  • প্রথমে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের অফিশিয়াল ওয়েবসাইট iocl.com এখানে যেতে হবে

  • হোমপেজে থাকবে কেরিয়ার ট্যাব, সেখানে ক্লিক করতে হবে

  • এরপর Engagement of Apprentices vide Advertisement No. IOCL/MKTG/APPR/2023-24- এই লিঙ্কে ক্লিক করতে হবে

  • এবার স্ক্রিনে খুলে যাবে নতুন একটি পেজ 

  • এরপর লগ-ইন ক্রেডেন্সিয়াল দিয়ে রেজিস্টার করতে হবে এবং তারপর ফর্ম পূরণ করে জমা দিতে হবে

  • ফর্ম জমা দেওয়ার সঙ্গে জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি

  • ভবিষ্যতের প্রয়োজনের জন্য ফর্মের একটা প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে নিজের কাছে


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y


Education Loan Information:

Calculate Education Loan EMI