Indian Post Payment Bank Recruitment 2023: ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক ৫৯টি শূন্যপদের জন্য নিয়োগের ঘোষণা করেছে। অসম এবং উত্তর-পূর্বাঞ্চলে এই নিয়োগ হবে। গ্রামীণ ডাক সেবকের পদে রয়েছে ৫৯টি শূন্যপদ। ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট (IPPB) অসম এবং উত্তর পূর্ব সার্কেলে ব্যাঙ্কের বিভিন্ন অফিসে সরাসরি বিক্রয় এবং সম্পর্কিত ক্রিয়াকলাপগুলি সম্পাদন করার জন্য যোগ্য প্রার্থীদের নিয়োগ করছে৷ আনুষ্ঠানিক ভাবে জানানো হয়েছে Indian Post Payment Bank Recruitment 2023- এ আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১ মার্চ। এই পদে সফল ভাবে নিয়োগ হলে মাসে ৩০ হাজার টাকা বেতন পেতে পারেন যোগ্য প্রার্থী। প্রাথমিক ভাবে দু'বছরের জন্য এই নিয়োগ করা হবে। পরে আরও এক বছর মেয়াদ বাড়ানো হবে।
শিক্ষাগত যোগ্যতা
Indian Post Payment Bank Recruitment 2023- এর আনুষ্ঠানিক নোটিফিকেশনে বলা হয়েছে এই চাকরির জন্য আবেদন করতে হলে প্রার্থীদের ভারত সরকার অথবা সরকার পরিচালিত বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান, বোর্ড থেকে স্নাতক পাশ করতে হবে। এই চাকরির জন্য অনলাইনের আবেদন জমা দিতে হবে। অন্য কোনও ভাবে আবেদন জমা দেওয়া যাবে না। ১৫ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে আবেদন জমা দিতে হবে। jobsdop@ippbonline.in এখানে আবেদন জমা দিতে পারবেন যোগ্য প্রার্থীরা। একজন প্রার্থী একটির বেশি আবেদন জমা দিতে পারবেন না। সঠিক ভাবে ফর্ম পূরণ করে আবেদন জমা দিতে হবে।
বয়সসীমা
এই চাকরির আবেদন করার জন্য সর্বনিম্ন বয়স হতে পারে ২০ বছর। আর সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর। ১৫ ফেব্রুয়ারি আবেদন জমা দএয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। শেষ তারিখ ১ মার্চ। এরপ ১৫ মার্চ অ্যাডমিট কার্ড প্রকাশ হতে পারে। পার্সোনাল ইন্টারভিউ সেশন হতে পারে মার্চ বা এপ্রিল মাসে। আর ফাইনাল রেজাল্ট প্রকাশিত হবে এপ্রিল বা মে মাসে ব্যাঙ্কের ওয়েবসাইটে।
কোথায় কত শূন্যপদ
অসম-১৬
অরুণাচলপ্রদেশ-১০
মণিপুর-৯
মেঘালয়-৮
মিজোরাম-৫
নাগাল্যান্ড-৯
ত্রিপুরা-২
ব্যাঙ্কিং সেক্টরে বিপুল নিয়োগের খবর। শীঘ্রই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক- ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Bank of India)-তে নিয়োগ করা হবে একাধিক অফিসারকে। আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার শেষ দিন এই মাসেই- ২৫ ফেব্রুয়ারি। ব্যাঙ্ক প্রোবেশনারি অফিসার (Probationary Office) পদে নিয়োগ করা হবে। ব্যাঙ্কের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ৫০০ জন প্রোবেশনারি অফিসার নিয়োগ করা হবে। মোট ৫০০ জন অফিসারকে নিয়োগ করা হতে চলেছে। যার মধ্যে ৩৫০ জন জেনেরাল ব্যাঙ্কিং সিস্টেমে (General Banking System) ক্রেডিট অফিসার (Credit Officer) হিসেবে নিয়োজিত হবেন। বাকি ১৫০ জনকে নেওয়া হবে স্পেশালিস্ট স্ট্রিমে আইটি অফিসার (IT Officer) হিসেবে।বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদের জন্য আবেদন করতে গেলে ২০ থেকে ২৯ বছর পর্যন্ত বয়স হতে হবে।
আরও পড়ুন- কলকাতা মেট্রো রেলে প্রচুর পদে নিয়োগ, এঁরা করতে পারবে আবেদন
Education Loan Information:
Calculate Education Loan EMI