নয়াদিল্লি: শিক্ষানবীশ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করল রেলওয়ে রিক্রুটমেন্ট সেল (RRC, NCR)। ১৬৬৪ ট্রেড অ্যাপ্রেন্টিস পদে অনলাইনে আবেদন করা যাবে। ২ অগাস্ট থেকে শুরু হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন।
কোন পদে কত নিয়োগ ?
পদের নাম - ট্রেড অ্যাপ্রেন্টিস
পদে নিয়োগ- ১৬৬৪ জন
বিভাগ অনুসারে পদ খালি
প্রয়াগরাজ ডিভিশন (মেকানিক্যাল ডিপার্টমেন্ট)-৩৬৪
প্রয়াগরাজ ডিভিশন (ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট)-৩৩৯
ঝাঁসি (জেএইচএস ডিভিশন)-৪৮০
ওয়ার্কশপ ঝাঁসি-১৮৫
আগ্রা (এজেসি ডিভিশন)-২৯৬
শিক্ষাগত যোগ্যতা- চাকরিপ্রার্থীকে কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে। কোনওভাবেই তাঁর প্রাপ্ত নম্বর যেন ৫০ শতাংশের কম না হয়। আবেদনকারীর কাছে যেন আইটিআই বা কাজ সম্পর্কিত এনসিভিটি সার্টিফিকেট থাকে। এ বিষয়ে বিশদে জানতে রেলের নোটিফিকেশন আগে দেখে নিন।
০১.০৯.২০২১ সালের মধ্যে চাকরিপ্রার্থীর বয়স সীমা
ন্যূনতম বয়স-১৫ বছর
বয়সের উর্ধ্বসীমা-২৪ বছর
তবে কিছু ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে বয়স সীমা শিথিল করা হয়েছে। এই বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত দেওয়া আছে।
আবেদনের ফি
ট্রেড অ্যাপ্রেন্টিস পদে চাকরির জন্য জেনারেল, ওবিসিদের ১০০টাকা আবেদন মূল্য দিতে হবে। তবে তফসিলি জাতি, তফসিলি উপজাতি ও পিএইচ প্রার্থীদের এই পদে আবেদনের জন্য কোনও টাকা দিতে হবে না।
গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইনে আবেদন শুরু হচ্ছে ২ অগাস্ট থেকে। এই পদে অনলাইনে রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১ সেপ্টেম্বর।আবেদনের ফি জমা দেওয়ার শেষ তারিখ ১ সেপ্টেম্বর। আবেদনের পর মেধা তালিকা ঘোষণা করা হবে।
কীভাবে টাকা জমা দেবেন ?
অনলাইনে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদনের টাকা জমা দিতে হবে চাকরিপ্রার্থীকে।
কীভাবে আবেদন করবেন ?
২ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে নর্থ সেন্ট্রার্ল রেলওয়েলের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের।অনলাইনে আবেদেন করার আগে নিজের ফটো, আইডি প্রুফ, ডিজিটাল সিগনেচার ও শিক্ষাগত যোগ্যতার নথি হাতের কাছে রাখুন।আবেদনপত্র পূরণের পর তার প্রিন্ট আউট নিজের কাছে রাখুন। এ বিষয়ে বিস্তারিত জানতে https://ncr.indianrailways.gov.in-এ যোগাযোগ করুন।
Education Loan Information:
Calculate Education Loan EMI