রঞ্জিৎ সাউ, নিউটাউন: ৩ দিনের মধ্যে নিউটাউন পর্নোগ্রাফি চক্রের পর্দাফাঁস। এই ঘটনায় দমদম থেকে এক মহিলা-সহ ২ জনকে গ্রেফতার করল পুলিশ। 


গত সপ্তাহে থানায় অভিযোগ জানান নিউটাউনের বাসিন্দা দুই তরুণী। অভিযোগ, মডেলিংয়ের জন্য ফটোশ্যুটের প্রস্তাব দিয়ে নিউটাউনের তিনতারা হোটেলে নিয়ে গিয়ে তাঁদের আপত্তিকর ছবি তোলা হয়। 


এরপর সেই ছবি পর্ন সাইটে ভাইরাল করে দেওয়া হয় বলে অভিযোগ। তদন্ত নেমে দমদম থেকে এক মহিলা-সহ ২ জনকে গ্রেফতার করেছে নিউটাউন থানার পুলিশ। 


পুলিশের দাবি, নন্দিতা দত্ত এবং মৈনাক ঘোষ -- এই দু’জন কোঅর্ডিনেটর হিসেবে কাজ করতেন। এদের সঙ্গে রাজ কুন্দ্রার পর্নকাণ্ডের যোগ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। 


গত সপ্তাহে কলকাতার পর্নোগ্রাফি কারবারের সঙ্গে এবার বলিউডের যোগাযোগের চাঞ্চল্যকর অভিযোগ ওঠে। অভিযোগ, অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার অ্যাপে আপলোড করা হতো নিউটাউনে শ্যুট করা পর্ন ভিডিও। 


অভিযোগ ওঠে বিদেশি ওটিটি প্ল্যাটফর্মে অভিনয়ের সুযোগ করে দেওয়ার টোপ দিয়ে আপত্তিকর ছবি তুলে পর্ন সাইটে আপলোড করে দেওয়া হতো। রীতিমতো হুমকি দিয়ে আপত্তিকর ছবি তোলা হত বলে অভিযোগ। 


নিউটাউনের বাসিন্দা এক তরুণীর অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় আলাপের সূত্রে এক ব্যক্তি তাঁকে বলিগঞ্জের একটি স্টুডিওয় নিয়ে গিয়ে ভয় দেখিয়ে আপত্তিকর ছবি তুলতে বাধ্য করেন। 


নিউটাউনের একটি তিনতারা হোটেলে অভিযোগকারিণীর এক বান্ধবীকে দিয়েও জোর করে পর্ন শ্যুট করানো হয় বলে অভিযোগ।  অভিযোগকারিণীর দাবি, সেই ছবি এবং ভিডিও আপলোড করা হয় শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার একটি অ্যাপে।


ঘটনাচক্রে, রবিবার নিউটাউন থানায় ২টি ঘটনার ক্ষেত্রেই অভিযোগ দায়ের হয়। অভিযোগ জানান বেসরকারি সংস্থার কর্মী ও তাঁর বান্ধবী। 


ফটোগ্রাফার, মেক আপ আর্টিস্ট সহ ৪ জনের বিরুদ্ধে মঙ্গলবার জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে নিউটাউন থানার পুলিশ। তিনদিনের মধ্যে দমদম থেকে গ্রেফতার হলেন ২ জন।