Jobs And Recruitments: ইন্টেলিজেন্স ব্যুরোতে (Intelligence Bureau) নিয়োগ করবে স্বরাষ্ট্রমন্ত্রক (Ministry of Home Affairs)। অ্যাসিসট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার (Assistant Central Intelligence Officer) - Grade II/এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন জমা দিতে পারবে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রকের অফিশিয়াল ওয়েবসাইট mha.gov.in- এখানে গিয়ে। এছাড়াও ncs.gov.in- এই ওয়েবসাইটের মাধ্যমেও আবেদন জমা দিতে পারবেন আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা। ২৫ নভেম্বর শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আর তা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। মোট ৯৯৫টি শূন্যপদে নিয়োগ করা হবে।
কোন ক্যাটেগরির প্রার্থীদের জন্য কত শূন্যপদ
- আনরিজার্ভড অর্থাৎ অসংরক্ষিত শ্রেণির আবেদনকারীদের জন্য রয়েছে ৩৭৭টি শূন্যপদ।
- ইকোনমিকালি ইউকার সেকশন অর্থাৎ অর্থনৈতিক ভাবে দুর্বল শ্রেণির আবেদনকারীদের জন্য রয়েছে ১২৯টি শূন্যপদ।
- ওবিসি ক্যাটেগরির আবেদনকারীদের জন্য রয়েছে ২২২টি শূন্যপদ।
- তফশিলি জাতির আবেদনকারীদের জন্য ১৩৪টি শূন্যপদ রয়েছে।
- তফশিলি উপজাতির আবেদনকারীদের জন্য ১৩৩টি শূন্যপদ রয়েছে।
আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা
ইন্টেলিজেন্স ব্যুরোতে অ্যাসিসট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার- Grade II/এক্সিকিউটিভ পদে চাকরির জন্য যাঁরা আবেদন করতে চাইছেন তাঁদের স্নাতক ডিগ্রি থাকতে হবে। অথবা সমতুল্য কোনও ডিগ্রি থাকতে হবে এবং তা পেতে হবে কোনও স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে। এছাড়াও ইন্টেলিজেন্স ব্যুরোর এই পদে যোগদানের জন্য যাঁরা আবেদন করতে চাইছেন তাঁদের বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে কীভাবে
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। লিখিত পরীক্ষা হবে দু'টি পর্যায়ে। টায়ার ১ এবং টায়ার ২। টায়ার ১ থাকবে ১০০টি অবজেকটিভ টাইপের এমসিকিউ প্রশ্ন। পাঁচটি ভাগে ২০টি করে প্রশ্নের সেট থাকবে। প্রতিটি প্রশ্নে ১ নম্বর করে থাকবে। এই পরীক্ষার সময়সীমা ১ ঘণ্টা। টায়ার ২ এর ক্ষেত্রে ডেস্ক্রিপটিভ ধরনের প্রশ্ন থাকবে। এখানে ৫০ নম্বরের পরীক্ষা হবে। এই পরীক্ষার সময়সীমাও ১ ঘণ্টা। এরপর আছে টায়ার ৩ বা ইন্টারভিউ পর্ব। সেখানেও থাকবে ১০০ নম্বর। যেসব প্রার্থী ইন্টারভিউ রাউন্ডে বসবেন তাঁদের Psychometric/ Aptitude test- এর মধ্যে দিয়ে যেতে হবে।
এক্সামিনেশন ফি
এক্সামিনেশন ফি ১০০ টাকা রাখা হয়েছে। আর রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ ৪৫০ টাকা। অসংরক্ষিত শ্রেণি, অর্থনৈতিক ভাবে দুর্বল শ্রেণি এবং ওবিসি ক্যাটেগরির পুরুষ প্রার্থীদের এক্সামিনেশন ফি দিতে হবে। আর রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ দিতে হবে সব প্রার্থীদের। অনলাইনে পেমেন্ট করা যাবে SBI EPAY LITE- এর মাধ্যমে। এক্ষেত্রে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে। এছাড়াও ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই, এসবিআই চালান এইসবের মাধ্যমে টাকা দেওয়ার সুযোগও থাকছে। স্বরাষ্ট্র মন্ত্রকের অফিশিয়াল ওয়েবসাইটে বাকি যাবতীয় খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে।
কীভাবে আবেদন করবেন
- প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রকের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে আবেদনকারীদের।
- এবার ক্লিক করতে হবে Whats New বিভাগে এবং একটি নতুন পেজ খুলে যাবে।
- হোমপেজে পাবেন IB ACIO Grade 2/ Executive Exam 2023- এই লিঙ্ক, সেখানে ক্লিক করতে হবে।
- এবার একটি নতুন পেজ খুলে যাবে যেখানে প্রার্থীরা নিজেদের রেজিস্টার করতে পারবেন।
- একবার রেজিস্ট্রেশন সম্পন্ন হলে অ্যাকাউন্টে লগ-ইন করতে পারবেন আবেদনকারীরা।
- এরপর অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে পারবেন প্রার্থীরা এবং জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি।
- এবার সাবমিট অপশনে ক্লিক করে পেজ ডাউনলোড করতে হবে।
- সুবিধার জন্য নিজের কাছে রেখে দিতে পারেন অ্যাপ্লিকেশন ফর্মের একটি প্রিন্ট আউট।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আরও পড়ুন- আগামী বছর স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ, শূন্যপদ ২৬,১৪৬, কোন কোন পদে নিয়োগ করবে এসএসসি?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
Education Loan Information:
Calculate Education Loan EMI