Interior Designing: সুন্দর করে সাজানো বাড়িঘর, সকলেরই পছন্দ। সবাই হয়তো নিজেরা সুন্দর করে ঘরে সাজিয়ে (Interior Design) রাখতে পারেন না। ঘর পরিষ্কার হয়তো থাকে, তবে ছবির মতো (Home Decore) সাজানো থাকে না। এক্ষেত্রে থাকেন বিশেষজ্ঞ, যাঁদের কাজ আপনার মনের মতো করে ঘর সাজিয়ে দেওয়া। পেশাগত খেতাবে তাঁদেরই বলা হয় ইন্টিরিয়র ডিজাইনার (Interior Designer)। এই পোশাকি নাম পেতে হলে কী কী করতে হবে, কীভাবে একজন ইন্টিরিয়র ডিজাইনার হতে পারেন, সুন্দর করে ঘরবাড়ি সাজানোকেই পেশা হিসেবে বেছে নিতে পারেন, তারই খুঁটিনাটি তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করলাম আমরা। 


দ্বাদশ শ্রেণি পাশ করার পরেই থাকছে সুযোগ


ক্লাস টুয়েলভ অর্থাৎ ১২ ক্লাস বা দ্বাদশ শ্রেণির পড়াশোনা শেষ করার পরেই আপনি কেরিয়ারের ক্ষেত্রে ইন্টিরিয়র ডিজাইনিং বেছে নিতে পারেন। অর্থাৎ আপনি আপনার শখকেই পেশা হিসেবে বেছে নেওয়ার সুযোগ পাবেন। দ্বাদশ শ্রেণির পাঠ শেষের পরেই আপনি ইন্টিরিয়র ডিজাইনিংয়ের জন্য কোর্স করার সুযোগ পাবেন। তিন থেকে চার বছর মেয়াদ হয় এই কোর্সের। ডিজাইং সংক্রান্ত খুঁটিনাটি শেখানো হয় এই কোর্সে। বেসিক ডিজাইনিং, স্ট্রাকচার ডিজাইনিং, ফরম্যাটিং, বাজেট কস্টিং অর্থাৎ কম খরচে কত সুন্দর সাজানো যাবে, আসবাব সংক্রান্ত ধারণার পাশাপাশি আর্কিটেকচারের ব্যাপারেও জ্ঞান আহরণের সুযোগ থাকে। প্রাথমিক কোর্সের পর উচ্চ শিক্ষার (মাস্টার ডিগ্রি) সুযোগ রয়েছে। সার্টিফিকেট এবং ডিপ্লোমা কোর্সও করা যায় ইন্টিরিয়র ডিজাইনিংয়ের উপর। 


কোন শহরে কেমন সুযোগ


ভারতের একাধিক শহরে ইন্টিরিয়র ডিজাইনিংয়ের কোর্স করানো হয়। আহমেদাবাদে রয়েছে School of Interior Design। এছাড়াও নিউ দিল্লিতে রয়েছে Institute of Interior Designers। এর পাশাপাশি JJ School of Art, পুণের MIT Institute of Design, ভুবনেশ্বরের National Institute of Interior and Fashion Technology, নাগপুর বিশ্ববিদ্যালয়ের আওতায় International Institute of Fashion Technology, Vogue Institute of Fashion Technology রয়েছে। এছাড়াও আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে ভারতে যেখানে ইন্টরিয়র ডিজাইনিং পড়ার সুযোগ থাকছে। 


কোন কোন ডিগ্রি পাবেন পড়ুয়ারা



  • BA in Interior Designing

  • BA in Interior and Special Design

  • BSc in Home Furnishing Merchandising

  • Bachelor of Interior Architecture

  • Bachelor of Environmental Design Studies


উল্লিখিত ডিগ্রিগুলি পাওয়া যাবে। স্বাধীনভাবে কাজ করার পাশাপাশি কোনও বড় সংস্থায় ইন্টিরিয়র ডিজাইনার হিসেবে যোগ দেওয়ার সুযোগও থাকবে আপনার হাতে। ইন্টিরিয়র ডিজাইনিং নিয়ে পড়াশোনা করা বিশেষত উচ্চ শিক্ষা কিছুটা খরচ সাপেক্ষ। সেক্ষেত্রে এডুকেশন লোনের ব্যবস্থা রয়েছে। এছাড়াও কোন প্রতিষ্ঠানে কেমন খরচ, স্কলারশিপের বন্দোবস্ত রয়েছে কিনা সেদিকে খোঁজখবর রাখা প্রয়োজন। 


আরও পড়ুন- ডায়াবেটিস হলে কি আম খাওয়া এক্কেবারে বাদ? খেলেও কতটা খাবেন?


Education Loan Information:

Calculate Education Loan EMI