IPPB Recruitment 2023: ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অর্থাৎ IPPB- তে শুরু হতে চলেছে নিয়োগ প্রক্রিয়া। এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে প্রার্থীদের। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ১৬ অগস্ট পর্যন্ত অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন আগ্রহী প্রার্থীরা। অনলাইনেই জমা দেওয়া যাবে আবেদন। IPPB- র অফিশিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন প্রার্থীরা।
কোথায় কত শূন্যপদ- IPPB অর্থাৎ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে এক্সিকিউটিভ পদে ১৩২টি শূন্যপদে নিয়োগ করা হবে।
বয়স সীমা- ২১ থেকে ৩৫ বছরের মধ্যে থাকা প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীদের স্নাতক উত্তীর্ণ হতে হবে। তবেই আবেদন করা যাবে।
বাছাই পদ্ধতি- অনলাইন পরীক্ষা, গ্রুপ ডিসকাশন বা আলোচনা এবং ব্যক্তিগত ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।
অ্যাপ্লিকেশন ফি- SC/ST/PWD এদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি ১০০ টাকা। অন্যান্য সমস্ত প্রার্থীদের জন্য অ্যাপ্লিকেশন ফি ৩০০ টাকা।
কীভাবে আবেদন করবেন
- প্রথমে ippbonline.com এই ওয়েবসাইটে যেতে হবে
- হোমপেজেই পাওয়া যাবে কেরিয়ার অপশন, সেটা সিলেক্ট করতে হবে
- এবার রেজিস্টার করে অ্যাপ্লিকেশন ফর্ম ফিলআপ কররতে হবে
- সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে
- পরের ধাপে জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি
- এবার ফর্ম জমা দিতে হবে
- নিজের প্রয়োজনে রেখে দেওয়া প্রয়োজন ফর্মের একটি প্রিন্ট আউট
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া দিচ্ছে চাকরির সুযোগ
মোট ৩৪২টি শূন্যপদ রয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে আগামী ৫ অগস্ট। আর ৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন প্রার্থীরা। জুনিয়র অ্যাসিসট্যান্ট (Junior Assistant) এবং জুনিয়র এক্সিকিউটিভ (Junior Executive) পদে হবে নিয়োগ। aai.aero এখানকার রিক্রুটমেন্ট পোর্টালে গিয়ে আবেদন জমা দেওয়া যাবে।
কোথায় কত শূন্যপদ
- জুনিয়র অ্যাসিসট্যান্ট (অফিস) - ৯ টি শূন্যপদ
- সিনিয়র অ্যাসিসট্যান্ট (অ্যাকাউন্টস) - ৯ টি শূন্যপদ
- জুনিয়র এক্সিকিউটিভ (কমন ক্যাডার) - ২৩৭ টি শূন্যপদ
- জুনিয়র এক্সিকিউটিভ (ফিন্যান্স) - ৬৬ টি শূন্যপদ
- জুনিয়র এক্সিকিউটিভ (ফায়ার সার্ভিস) - ৩ টি শূন্যপদ
- জুনিয়র এক্সিকিউটিভ (Law) - ১৮ টি শূন্যপদ
IAF Agniveervayu Recruitment 2023
ভারতীয় বায়ুসেনায় Agniveervayu নিয়োগ করা হচ্ছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে ২৭ জুলাই থাকে। যাঁরা আবেদন করতে চাইছেন তাঁরা IAF Agniveervayu- এর অফিশিয়াল ওয়েবসাইট agnipathvayu.cdac.in এখানে গিয়ে আবেদন জমা দিতে পারবেন। অর্থাৎ অনলাইনেই জমা দেওয়া যাবে আবেদন। এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হবে আগামী ১৭ অগস্ট। পরীক্ষা হবে অনলাইনে, আগামী ১৩ অক্টোবর।
আরও পড়ুন- কলকাতা পুরসভায় ল্যাব টেকনিশিয়ান পদে হচ্ছে নিয়োগ, এঁরা করতে পারবেন আবেদন
Education Loan Information:
Calculate Education Loan EMI