Jobs In Kolkata: ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC), ইস্ট জোন/কলকাতা কম্পিউটার অপারেটর ও প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট (COPA)-র ২৫টি পদের জন্য যোগ্য প্রার্থীদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করছে। প্রার্থীদের শিক্ষানবীশ আইন-১৯৬১ (২০১৪ সালে সংশোধিত) এর আওতায় ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য ট্রেনি হিসাবে নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিশদ বিবরণ, সংক্ষেপে, শুধুমাত্র চাকরিপ্রার্থীর স্বার্থে নীচে দেওয়া হল।


IRCTC Kolkata Recruitment: পদের নাম                   পদ খালি
কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং সহকারী (COPA)         ২৫


শিক্ষাগত যোগ্যতা:
কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং সহকারী (COPA) ম্যাট্রিকুলেশন + COPA ট্রেডে আইটিআই


বয়স সীমা:
কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং সহকারী (COPA)        ন্যূনতম ১৫ বছর
সর্বোচ্চ 25 বছর


IRCTC Kolkata Recruitment: বেতন কাঠামো:
৬০০০-৭০০০ টাকা যোগ্যতা বিশেষে। এই বিষয়ে বিস্তারিত জানতে সরকারি বিজ্ঞপ্তি দেখে নিন।


Jobs In Kolkata: IRCTC কলকাতা নিয়োগ 2023 নির্বাচন প্রক্রিয়া:
প্রার্থী নির্বাচন মেধা তালিকা ও কলকাতায় কাজ করার আগ্রহের ভিত্তিতে হবে। পরীক্ষার/সাক্ষাৎকারের সঠিক তারিখ, সময় ও স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি এই ধরনের তথ্য ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC), দক্ষিণ মধ্য অঞ্চলের অফিসিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে। প্রার্থীদের নির্বাচনের নিয়ম এবং যোগ্যতার নিয়ম সম্পর্কে আরও বিশদ বিবরণের জন্য, আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপন দেখে নিন। 


IRCTC কলকাতা নিয়োগ 2023 আবেদন প্রক্রিয়া:
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা ভারত সরকারের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন।


IRCTC Kolkata Recruitment: গুরুত্বপূর্ণ তারিখ:
অনলাইন আবেদনের শুরুর তারিখ: 14-06-2023


অনলাইন আবেদনের শেষ তারিখ: 29-06-2023
ওপরের তথ্য সংক্ষেপে দেওয়া হয়েছে। শূন্যপদগুলির জন্য আবেদন করার আগে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন।


Jobs In West Bengal: ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (WBPDCL) 'জিওলজিস্ট' ও 'ওয়েলফেয়ার অফিসার'-এর ২টি পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা কেবল West Bengal Power Development Corporation Ltd (WBPDCL) এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। সম্পূর্ণভাবে চুক্তিভিত্তিক নিয়োগ হবে এখানে। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিশদ বিবরণ, সংক্ষেপে কেবল চাকরিপ্রার্থীদের স্বার্থে তথ্যের উদ্দেশ্যে নীচে দেওয়া হল।


WBPDCL Recruitment 2023: পোস্ট এবং শূন্যপদের বিবরণ
পদের নাম শূন্যপদ
জিওলজিস্ট  ১ জন
ওয়েলফেয়ার অফিসার ১ জন


Jobs In West Bengal: শিক্ষাগত যোগ্যতা
পদের নামের যোগ্যতা
ভূতত্ত্বে ভূতত্ত্ববিদ- এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে স্নাতক হতে হবে।


ওয়েলফেয়ার অফিসার- এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে পিজি ডিগ্রি সহ স্নাতক হতে হবে।


আরও পড়ুন : SBI Recruitment 2023: ভাল বেতন, স্টেট ব্যাঙ্কে চাকরির বিজ্ঞপ্তি, জেনে নিন শিক্ষাগত যোগ্যতা ও আবেদনের পদ্ধতি


Education Loan Information:

Calculate Education Loan EMI