Job News: ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন সংক্ষেপে IRCTC সংস্থায় নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থা। মূলত ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের (IRCTC Recruitment) জন্য এই নিয়োগ করা হবে। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এতদিন ধরে, তাদের জন্য বড় সুযোগ। যোগ্যতার মাপকাঠি মিলে গেলে আপনিও এই চাকরির জন্য আবেদন করে ফেলতে পারেন অনায়াসে। আইআরসিটিসির এই নিয়োগের জন্য আবেদন করতে হলে আপনাকে ২৫ এপ্রিলের মধ্যেই আবেদনপত্র পাঠাতে হবে সংস্থার নির্ধারিত ঠিকানায়।

যোগ্যতা কী লাগবে

আইআরসিটিসি সংস্থায় এই ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে (IRCTC Recruitment) নিয়োগের জন্য আবেদন করতে হলে আগ্রহী প্রার্থীকে অবশ্যই স্নাতক উত্তীর্ণ হতে হবে। বিএসসি, বিটেক, বা ইঞ্জিনিয়ারিং নিয়ে বিই ডিগ্রি পেয়ে থাকতে হবে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে।

বয়সসীমা কত হওয়া দরকার

আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বোচ্চ হতে হবে ৫৫ বছর। এর বেশি বয়সীরা এই নিয়োগের জন্য যোগ্য নন। তবে সরকারি নিয়ম মেনে সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে এই বয়সসীমায় ছাড় রয়েছে।

কীভাবে হবে প্রার্থী নির্বাচন

এই সংস্থায় প্রার্থী নির্বাচনের জন্য কোনও লিখিত পরীক্ষা (IRCTC Recruitment) দিতে হবে না। মূলত ইন্টারভিউ এবং নথি যাচাইয়ের মাধ্যমেই এই সংস্থায় যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।

কীভাবে করবেন আবেদন

তবে এক্ষেত্রে আইআরসিটিসির এই নিয়োগের জন্য অনলাইনে আবেদন করা যাবে না। প্রার্থীদের নির্ধারিত সময়ের বা দিনের মধ্যেই নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পূরণ করে নথি যুক্ত করে জমা দিতে হবে ডাকযোগে।

বেতন কত পাবেন

ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগের জন্য নির্বাচিত হলে প্রার্থীরা মাসে ৩৭,৪০০ টাকা থেকে সর্বোচ্চ ৬৭ হাজার টাকা বেতন পাবেন। এই বেতন নির্ভর করবে তাদের অভিজ্ঞতার উপরে।

বিস্তারিত জানার জন্য আইআরসিটিসির এই বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

রেলে চাকরির সুযোগ 

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (আরআরবি) অ্যাসিসট্যান্ট লোকো পাইলট নিয়োগ করতে চলেছে। যোগ্যরা RRB-এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারবেন। এই নিয়োগের মাধ্যমে ৯৯৭০টি শূন্যপদ পূরণ হবে। ১২ এপ্রিল শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আর তা চলবে ১১ মে পর্যন্ত।

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা। 


Education Loan Information:

Calculate Education Loan EMI