কৃষ্ণেন্দু অধিকারী: ISC পরীক্ষার নিয়মে বড় বদল। এতদিন পর্যন্ত পরীক্ষার্থীদের কেবল ৪টি বিষয়ে পাশ করতে হত যার মধ্যে ইংরেজি ছিল আবশ্যিক। তবে এবার থেকে ইংরেজি সহ মোট ৫টি বিষয়ে পাশ করা বাধ্যতামূলক পরীক্ষার্থীদের জন্য। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের নিয়মেও (ISC Exam) এই ৫টি বিষয়ে পাশের নিয়ম আগে থেকেই রয়েছে, তবে এবার সর্বভারতীয় স্তরে সমতা আনতে নিয়মে বদল আনতে চলেছে ISC। তবে এবারের পরীক্ষা (ISC Pass Criteria) থেকেই এই বদল আসছে না। আগামী ২০২৭ সাল থেকে কার্যকর হবে এই নিয়ম। এছাড়াও আরও অনেক বদল এসেছে ISC পাঠ্যক্রমে।
মূলত ISC-র দ্বাদশ শ্রেণির পরীক্ষার ক্ষেত্রেই এই নিয়মে বদল আনা হচ্ছে ২০২৭ সাল থেকে। এর সঙ্গে যে সমস্ত পড়ুয়ারা এই বছর অর্থাৎ ২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে নাম নথিভুক্ত করাচ্ছেন, তারা ইংরেজি ও গণিতের মধ্যে দুটি স্ট্রিম (ISC Pass Criteria) বেছে নেওয়ার সুযোগ পাবেন। বুধবার বিকেলে এক বৈঠকে এমনই জানিয়েছে ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন বোর্ড। ইংরেজির আবার দুটি ধারাক্রম রাখা হয়েছে, একটি ইংরেজি এবং অন্যটি আধুনিক ইংরেজি। দুটি ধারাতেই ভাষা ও সাহিত্য এই দুই বিভাজন রয়েছে। তবে ইংরেজি ও আধুনিক ইংরেজি ধারার মধ্যে সাহিত্যের গল্প-কবিতাগুলি পৃথক পৃথক হবে।
গণিতের ক্ষেত্রে পড়ুয়াদের বেছে নিতে হবে প্রায়োগিক গণিত এবং গণিতের মধ্যে যে কোনো একটি। যে সমস্ত পড়ুয়া হিউম্যানিটিজ এবং কমার্স নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য প্রায়োগিক গণিত বা অ্যাপ্লায়েড ম্যাথ উপযুক্ত। বাকিরা যারা বিজ্ঞান নিয়ে পড়ছেন, তারা গণিত নিতে পারেন। এবার থেকে প্রার্থীদের ন্যূনতম ৫টি বিষয়ে পাশ করতেই হবে পরীক্ষায় ৬টি বিষয়ের মধ্যে যার মধ্যে ইংরেজি থাকবে আবশ্যিক।
কাউন্সিলের পক্ষ থেকে বিস্তারিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এবার থেকে বেশ কিছু নতুন বিষয় পাঠ্যক্রমে যুক্ত করা হয়েছে যার মধ্যে রয়েছে ভুটানি ভাষা, রোবোটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তা। ২০২৭ সাল থেকে পড়ুয়ারা ভুটিয়া ভাষার উপরেও পরীক্ষা দিতে পারবে। এখন বাংলায় চলছে মাধ্যমিক পরীক্ষা। আগামী ২২ তারিখ পর্যন্ত চলবে এই পরীক্ষা, তারপরে শুরু হবে উচ্চমাধ্যমিক।
আরও পড়ুন: Work From Home: মহিলা কর্মীরা সকলেই পাবেন ওয়ার্ক ফ্রম হোমের সুবিধে, বড় উদ্যোগ এই রাজ্যে
Education Loan Information:
Calculate Education Loan EMI