আমদাবাদ: তাঁকে সম্পূর্ণভাবে ফিট প্রবল চেষ্টা করা হয়েছিল। তবে যশপ্রীত বুমরা (Japrit Bumrah) নির্ধারিত সময়ে ফিট হতে পারেননি। ১১ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দল ঘোষণার দিনই বুমরাকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়। পরিবর্তে সুযোগ পান হর্ষিত রানা। এবার বুমরার চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) থেকে ছিটকে যাওয়া নিয়ে অবশেষে মুখ খুললেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)।


দীর্ঘদিন ধরে পিঠের চোট সারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মাঠে নামার প্রবল চেষ্টা করছিলেন বুমরা। তারকা ফাস্ট বোলার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজের রিহ্যাবও চালাচ্ছিলেন। তবে শেষমেশ তা সম্ভব হয়নি। বুমরার মতো তারকা বোলার তথা ম্যাচ উইনারের না থাকাটা নিঃসন্দেেহে  ভারতীয় দলের জন্য বড় ধাক্কা। কতদিন মাঠের বাইরে থাকতে হবে বুমরাকে?


ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় শেষে বুমরাকে নিয়ে মুখ খোলেন গম্ভীর। সাক্ষাৎকারে তিনি জানান, 'ওর আর খেলার সম্ভাবনা যে নেই, সেটা সকলেই জানেন। তবে এই বিষয়ে না না খুঁটিনাটি তথ্য আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। ওকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে, সেটা মেডিক্যাল দল বলতে পারবে। এনসিএ-র মেডিক্যাল দলই তো এইসব সিদ্ধান্তগুলি নেয়।'


তিনি আরও যোগ করেন, 'নিঃসন্দেহেই আমরা ওকে দলে চেয়েছিলাম। ও বিশ্বমানের একজন ক্রিকেটার যার দক্ষতা সম্পর্কে আমরা সকলেই অবগত। তবে দিনের শেষে কিছু কিছু জিনিস তো আমাদের নিয়ন্ত্রণে থাকে না। এটা অর্শদীপ, হর্ষিতদের মতো তরুণদের জন্য নিজেকে প্রমাণ করার একটা সুযোগও বটে। এই সুযোগগুলিরই তো অপেক্ষায় থাকে অনেকে। হর্ষিত এই গোটা সিরিজ়েই ভাল পারফর্ম করেছে এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উইকেটও নিয়েছে। অর্শদীপের দক্ষতাও আমরা দেখেছি। তাই বুমরাকে মিস করলেও, মহম্মদ শামির মতো একজন অভিজ্ঞ বোলারের দলে থাকাটা সবসময়ই ভাল বিষয়।'


এর পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে উইকেটকিপার নিয়ে সংশয়ও সমাপ্ত করে দিলেন ভারতীয় কোচ। স্পষ্ট জানিয়ে দিলেন কেএল রাহুলই দলের এক নম্বর কিপার-ব্যাটার। 'কে এল আমাদের এক নম্বর উইকেটকিপার। এই মুহূর্তে এটাই বলতে পারি। ঋষভ পন্থও সুযোগ পাবে। তবে এই মুহূর্তে কে এল ভাল করছে। আর আমরা দুজন উইকেটকিপার, ব্যাটার খেলাতে পারি না।' মত গম্ভীরের। 


আরও পড়ুন: আমদাবাদে ফর্মে ফিরলেন বিরাট কোহলি, 'মাস্টার ব্লাস্টার' সচিনের জোড়া রেকর্ড ভাঙলেন 'কিং'