Jobs And Recruitments: ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (Indian Space Research Organization) অর্থাৎ ইসরোর (ISRO) বিক্রম সারাভাই স্পেস সেন্টারে (Vikram Sarabhai Space Center) রয়েছে চাকরির সুযোগ। লাইট ভেহিকেল ড্রাইভার-এ (Light Vehicle Driver) এবং হেভি ভেহিকেল ড্রাইভার-এ (Heavy Vehicle Driver) এই দুই পদে নিয়োগের কথা জানিয়েছে ইসরো। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৩ নভেম্বর অর্থাৎ আজ। আগামী ২৭ নভেম্বর পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। বিক্রম সারাভাই স্পেস সেন্টারের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জমা দিতে পারবেন আগ্রহী প্রার্থীরা।
কোথায় কত শূন্যপদ, জেনে নিন
মোট ১৮টি শূন্যপদ রয়েছে। লাইট ভেহিকেল ড্রাইভার-এ এবং হেভি ভেহিকেল ড্রাইভার-এ, এই দুই পদের প্রতিটির জন্য ৯টি করে শূন্যপদ রয়েছে।
হেভি ভেহিকেল ড্রাইভার বি - এই পদে নিয়োগের জন্য আবেদনকারীদের SSLC/SSC/Matric কিংবা দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। এছাড়াও আবেদনকারীদের কাছে থাকতে হবে বৈধ হেভি ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স। এর পাশাপাশি থাকতে হবে একটি বৈধ পাবলিক সার্ভিস ব্যাজ।
অন্যদিকে রেল বিকাশ নিগমে রয়েছে চাকরির সুযোগ
রেল বিকাশ নিগম লিমিটেড ম্যানেজারের পদে নিয়োগ করতে চলেছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন। rvnl.org এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানানো যাবে। মোট ৫০টি শূন্যপদ রয়েছে বলে জানা গিয়েছে। আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ- এই দুই পদ্ধতিতে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীদের। যাঁরা এই চাকরির জন্য নির্বাচিত হবেন তাঁদের ৩ লক্ষ টাকার বন্ড দিয়ে চাকরিতে যুক্ত হতে হবে। শর্ত থাকবে যে অন্তত তিনবছর এই সংস্থায় তাঁদের চাকরি করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ইন্টারভিউ রাউন্ডে ডাক পাবেন প্রার্থীরা। তারপর সেই অংশে পাশ করলে চূড়ান্ত পর্যায়ের নির্বাচন হবে। ভারতের যেকোনও জায়গায় পোস্টিং হতে পারে নির্বাচিত প্রার্থীদের।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
Education Loan Information:
Calculate Education Loan EMI