Job News: নিয়োগ হতে চলেছে আইটিবিপি (ITBP)- তে। অর্থাৎ ইন্দো-টিবেটান বর্ডার পুলিশে (Indo Tibetan Border Police) রয়েছে চাকরির সুযোগ। বিজ্ঞপতি জারি করেছে আইটিবিপি। সাব ইন্সপেক্টর (SI), হেড কনস্টেবল (Head Constable) এবং কনস্টেবল (Constable) (টেলিকমিউনিকেশন) পদে নিয়োগ হতে চলেছে। আপাতত একটি সক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। খুব তাড়াতাড়ি বিস্তারিত বিবরণ-সহ নতুন বিজ্ঞপ্তি প্রকাশির হবে আইটিবিপি- র রিক্রুটমেন্ট পোর্টাল recruitment.itbpolice.nic.in - এখানে। আইটিবিপি এসআই এবং কনস্টেবল (টেলিকমিউনিকেশন) পদে আবেদনের অ্যাপ্লিকেশন উইন্ডো চালু হবে ১৫ নভেম্বর থেকে এবং খোলা থাকবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ আবেদনকারীরা একমাস সময় পাবেন চাকরির আবেদন করার জন্য। মহিলা এবং পুরুষ, উভয় প্রার্থীই আবেদন জানাতে পারবেন এসআই (গ্রুপ বি), কনস্টেবল, হেড কনস্টেবল (গ্রুপ সি) শূন্যপদের জন্য। সাময়িক ভাবে এই নিয়োগ করা হবে।
কোথায় কত শূন্যপদ রয়েছে দেখে নিন একনজরে
সাব-ইন্সপেক্টর (টেলিকমিউনিকেশন)- ৯২টি শূন্যপদ (৭৮ জন পুরুষ এবং ১৪ জন মহিলা আবেদন করতে পারবেন)
হেড কনস্টেবল (টেলিকমিউনিকেশন)- ৩৮৩টি শূন্যপদ (৩২৫ জন পুরুষ এবং ৫৮ জন মহিলা আবেদন করতে পারবেন)
কনস্টেবল (টেলিকমিউনিকেশন)- ৫১টি শূন্যপদ (৪৪ জন পুরুষ এবং ৭ জন মহিলা আবেদন করতে পারবেন)
এরপর ১০ শতাংশ শূন্যপদ সংরক্ষিত রয়েছে অবসরপ্রাপ্ত কর্মচারী অর্থাৎ এক্স-সার্ভিসম্যান (ESM)- দের জন্য। আইটিবিপি- র তরফে জানানো হয়েছে যদি এই সংরক্ষিত শূন্যপদ পূরণ না হয় তাহলে তার জন্য অন্যান্য আবেদনকারীরা আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের বয়স
সাব-ইন্সপেক্টর পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
হেড কনস্টেবল পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
হাবিলদার পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে।
অ্যাপ্লিকেশন ফি
এসআই পদে আবেদনের জন্য ২০০ টাকা এবং কনস্টেবল ও হেড কনস্টেবল পদে নিয়োগের জন্য ১০০ টাকা দিতে হবে আবেদনকারীদের। এর পাশাপাশি মহিলা, এক্স-সার্ভিসম্যান, তফশিলি জাতি, তফশিলি উপজাতির আবেদনকারীদের কোনও অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে না। বাকি নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে আইটিবিপি- র অফিশিয়াল ওয়েবসাইটে।
আরও পড়ুন- আধার দফতরে লিখিত পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ, বেতন মিলবে দেড় লাখ পর্যন্ত
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Education Loan Information:
Calculate Education Loan EMI