কলকাতা: করোনা অতিমারীর  পর থেকে বিপর্যস্ত দেশের শিক্ষা ব্যবস্থা। বন্ধ প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, বিশ্ববিদ্যালয়। পড়াশোনা হচ্ছে শুধু অনলাইনে। পরীক্ষাও নেওয়া হচ্ছে অনলাইনে বাড়িতে বসে। সরকার, প্রশাসন করোনাভাইরাস সংক্রমণ আবহে যাবতীয় নিয়মবিধি মেনেও শিক্ষা প্রতিষ্ঠান খুলে, স্বাভাবিক পঠনপাঠন শুরু করার ভরসা পাচ্ছে না, পাছে সংক্রমণ ফের মাথাচাড়া দিয়ে মারাত্মক চেহারা নেয়, এই ভয়ে।  মাঝে দেশের কয়েকটি রাজ্যে স্কুল খুললেও সংক্রমণ বেড়ে যাওয়ায় আবার বন্ধ করে দিতে হয়েছে। পিছিয়ে গিয়েছে রাজ্যের আগামী বছরের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষাও। সামগ্রিক ভাবেই শিক্ষাক্ষেত্রে শেষ পর্যন্ত কবে স্বাভাবিক পরিস্থিতি আবার দেখা যাবে, তা নিয়ে অনিশ্চয়তার কালো মেঘ ঘনিয়েছে।


তবে এই প্রেক্ষাপটেই পশ্চিমবঙ্গ তথা দেশের  অগ্রণী শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল, ৪ জানুয়ারি থেকে তাদের দরজা খুলছে।  বিশ্ববিদ্যালয়ের সব অফিস, শাখা, বিভাগ, স্কুল ও লাইব্রেরি খোলা থাকবে। সমস্ত কাজের দিন সব বিভাগ সচল থাকবে। সপ্তাহে তিনদিন করে বিশ্ববিদ্যালয়ের কর্মীরা সকাল ১০টা থেকে বিকাল সাড়ে  ৫টা পর্যন্ত স্বাভাবিক কাজের সময়ে অফিসে হাজির থাকবেন। বিজ্ঞপ্তিটি দিয়েছেন রেজিস্ট্রার। তবে পঠনপাঠন কবে থেকে শুরু হবে, সে ব্যাপারে কোনও স্পষ্ট বার্তা নেই।

প্রসঙ্গত, কয়েকটি ছাত্র সংগঠন ইতিমধ্যেই দাবি তুলেছে, যাবতীয় করোনাবিধি মেনেই সব শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক পঠনপাঠন শুরু হোক। সেই দাবিই পূরণের পথে পদক্ষেপ করল যাদবপুর কর্তৃপক্ষ।


Education Loan Information:

Calculate Education Loan EMI