JEE Main Result 2024 Bengal Result: অবশেষে প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। এপ্রিল সেশনের ফল প্রকাশ  করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। জয়েন্ট এন্ট্রান্সের মেইন ওয়েবসাইটে এই ফল প্রকাশিত হয়েছে। চলতি বছর ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ স্কোর প্রকাশ করেছে। এই স্কোর পার্সেন্টাইলে প্রকাশ করা হয়ে থাকে। প্রথম ১০০ জনের মধ্যে ৫৬ জনই পেয়েছে ১০০ পার্সেন্টাইল। তবে জয়েন্টের তালিকায় মেধাবীদের বেশিরভাগই বাংলার বাইরের। বাংলার মধ্যে একজন শুধু স্থান করে নিয়েছে প্রথম ১০০-র মেধাতালিকায়। তিনি ঋতম বন্দ্যোপাধ্যায়। তাঁর এনটিএ স্কোর অর্থাৎ পার্সেন্টাইল ৯৯.৯৯৭২০৯১।


বাংলা থেকে সেরা স্থানে তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী


২০২৪ সালে দু’টি সেশনে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হয়। প্রথমে ফেব্রুয়ারি মাসে ও পরে এপ্রিল মাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুই পরীক্ষার জন্য মোট নথিভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১,৭৯,৫৬৯ জন। এদের মধ্যে পরীক্ষা দিতে বসেছে ১০,৬৭,৯৫৯ জন। অনেকে দুটো সেশনের পরীক্ষাই দিয়েছেন। তাদের ক্ষেত্রে যে সেশনের পরীক্ষায় বেশি নম্বর আসবে, সেটিকেই ধরা হবে বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এছাড়া, চলতি বছর জয়েন্ট মেন পরীক্ষা দিয়েছেন মোট আটজন তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী। বাংলা থেকে ভূমিকা সাহা তৃতীয় লিঙ্গ পরীক্ষার্থী হিসেবে এই পরীক্ষায় উল্লেখযোগ্য ফল করেছেন। জয়েন্টের মূল ওয়েবসাইটে তার কথাও উল্লেখ করা হয়েছে। 


প্রকাশিত জয়েন্ট অ্যাডভান্স পরীক্ষার কাট অফ


জয়েন্ট এন্ট্রান্সের অ্যাডভান্স পরীক্ষার কাট অফও একই সঙ্গে প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষা দিতে হলে মেন পরীক্ষায় একটি নির্দিষ্ট নম্বর পেয়ে পাশ করতে হবে পরীক্ষার্থীদের। সেই নম্বরটিই হল কাট অফ।


জয়েন্টের সেরা-রা


জয়েন্টে প্রথম স্থান অধিকার করেছেন মহারাষ্ট্রের গজ়ারে নীলকৃষ্ণ নির্মলকুমার। দ্বিতীয় হয়েছেন মহারাষ্ট্রেরই দক্ষেশ সঞ্জয় মিশ্র। এর পর তৃতীয় স্থান অর্জন করেছেন হরিয়ানার আরভ ভাট। ৫৬ জন ১০০ পার্সেন্টাইল পেলেও সবচেয়ে বেশি ১০০ পার্সেন্টাইল পেয়েছেন তেলেঙ্গানার পড়ুয়ারা। ওই রাজ্যের ১৫ জন পড়ুয়া এই পার্সেন্টাইল পান। কিন্তু মহারাষ্ট্র থেকে মাত্র ৭ জন পেয়েছেন ১০০ পার্সেন্টাইল। অন্যদিকে অন্ধ্রপ্রদেশ থেকেও মাত্র ৭ জন এই পার্সেন্টাইল পেয়েছেন।


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন -  JEE Main Result 2024: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার আজই হতে পারে ফলপ্রকাশ, কোথায়, কীভাবে দেখা যাবে ?


Education Loan Information:

Calculate Education Loan EMI