JEE Mains City Slip: জয়েন্ট এন্ট্রান্স মেনস পরীক্ষার ইন্টিমেশন স্লিপ প্রকাশ পাবে খুব শীঘ্রই। ২০২৪ সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মেনসের সেশন ২-এর এক্সাম সিটি স্লিপ সম্ভবত আজই প্রকাশ পাবে। এর মাধ্যমেই পরীক্ষার্থীরা জানতে পারবেন কোথায় তাঁদের পরীক্ষার (JEE Mains 2024) সিট পড়েছে। বিগত ২ ফেব্রুয়ারি শুরু হয়েছিল জয়েন্ট এন্ট্রান্স মেনস পরীক্ষার সেশন ২-এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া। এবার ইন্টিমেশন স্লিপ প্রকাশ পেলেই যে সমস্ত ছাত্র-ছাত্রী রেজিস্ট্রেশন করেছিলেন, তাঁরা নিজেদের লগ ইন তথ্য দিয়ে জানতে পারবেন পরীক্ষার সিট কোথায় পড়েছে।


ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, খুব শীঘ্রই সম্ভবত আজই প্রকাশ পাবে এই ইন্টিমেশন স্লিপ। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এই ইন্টিমেশন স্লিপ দেখতে পাওয়া যাবে এবং সেখান থেকেই পরীক্ষার্থীরা তা ডাউনলোড করে নিতে পারবেন।


আগামী এপ্রিল মাসের ৪ তারিখ থেকে ১৫ তারিখের মধ্যে হবে জয়েন্ট এন্ট্রান্স মেনসের (JEE Mains 2024) সেশন ২-এর পরীক্ষা। তবে এই ইন্টিমেশন স্লিপ শুধুমাত্র পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্র সম্পর্কেই জানান দেবে। এটি অ্যাডমিট নয়। পরীক্ষার তিন দিন আগেই তাঁরা অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন ওয়েবসাইট থেকে।


কীভাবে ডাউনলোড করবেন সিটি স্লিপ ?



  • এর জন্য পরীক্ষার্থীকে প্রথমেই যেতে হবে jeemain.nta.ac.in ওয়েবসাইটে।

  • এরপরে দেখতে পাবেন JEE Mains Session 2 বলে একটি ট্যাব ওপেন হবে।

  • সেই ট্যাবে ক্লিক করে নিজের অ্যাপ্লিকেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন।

  • এর পরে একটা নতুন পেজ খুলে যাবে এবং সেখানেই আপনার ইন্টিমেশন স্লিপ দেখতে পাবেন।

  • ডাউনলোড করে এর একটা প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে ভবিষ্যতের জন্য।


এই বছর জয়েন্ট এন্ট্রাস মেনস ২০২৪-এর সেশন ২-এর জন্য প্রায় ২৪ লক্ষ পরীক্ষার্থী রেজিস্টার করেছেন আর তাঁর মধ্যে ১০ লক্ষ পুরুষ পরীক্ষার্থী এবং ১৩ লক্ষেরও বেশি মহিলা পরীক্ষার্থী। ২৪ জন তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থীও জয়েন্ট এন্ট্রান্স মেনসের জন্য রেজিস্টার করেছেন।


এই বছরই জানুয়ারি মাসে আয়োজিত হয়েছিল জয়েন্ট এন্ট্রান্সের (JEE Mains 2024) সেশন ১-এর পরীক্ষা যেখানে সারা দেশে মোট ২৩ জন পরীক্ষার্থী ১০০ পার্সেন্টাইল পেয়ে পাশ করেছেন। এই সেশন ২-এর রেজিস্ট্রেশনের সময়েই বলা হয়েছিল সেশন ১-এর লগ ইন তথ্য দিয়েই রেজিস্ট্রেশন করা যাবে সেশন ২-এর পরীক্ষার জন্য।


আরও পড়ুন: IAS Success Story: দৃষ্টিহীনতাকে জয় করে স্কুল শিক্ষিকা থেকে IAS আয়ুষী দাবাস- কতটা লড়াই ছিল সাফল্যের আড়ালে ?


Education Loan Information:

Calculate Education Loan EMI