নয়াদিল্লি: দেশের বিষয়ভিত্তিক সেরা শিক্ষা প্রতিষ্ঠানের শিরোপা পেল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। পৃথিবীর সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নিয়ে  2024 QS World University Ranking প্রকাশিত হয়েছে, তাতে ভারতের ৬৯টি শিক্ষা প্রতিষ্ঠানের নামও রয়েছে, যার মধ্যে একেবারে শীর্ষে রয়েছে JNU. কোথায় কোন বিষয় সবচেয়ে ভাল পড়ানো হয়, তা জানানো হয়েছে। (QS World University Rankings)


মোট ৪২৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে এবারের তালিকা প্রকাশিত হয়েছে। এর আগের বছর তালিকায় ৩৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম ছিল, অর্থাৎ এ বছর ১৯.৪ শতাংশ বৃদ্ধি ঘটেছে। ভারতের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের নাম রয়েছে তালিকায়, তার মধ্যে ৭২ শতাংশেরই হয় এই প্রথম তালিকায় নাম উঠল, কিছু সংস্থার উন্নতি হয়েছে, কিছু আবার আগের অবস্থান বজায় রেখেছে। (JNU Ranking)


১৮ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠানের অবনতি হয়েছে। তবে ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির ১৭ শতাংশের উন্নতি হয়েছে। আন্তর্জাতিক উচ্চশিক্ষা বিশেষজ্ঞদের মতামত নিয়ে, সমীক্ষা চালিয়ে এই তালিকা প্রকাশ করা হয় প্রতি বছর। এ বছর বিশ্বের তাবড় শিক্ষা প্রতিষ্ঠানগুলির তালিকায় JNU ২০তম স্থানে রয়েছে, ভারতের মধ্যে প্রথম। ২২তম স্থানে রয়েছে IIM Ahmedabad. IIT Bombay এবং IIT Madras যথাক্রমে ২৫ এবং ২৯তম স্থানে।




আরও পড়ুন: Rahul Gandhi: প্রচারের ফাঁকেই মিষ্টির দোকানে ঢুঁ রাহুলের, কিনলেন গুলাবজামুন; কী বলছেন দোকান মালিক ?


পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়ে, কোন বিষয়টি সবচেয়ে ভাল পড়ানো হয়, তার উল্লেখ রয়েছে তালিকায়। ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে তালিকার শীর্ষে থাকা JNU-এর উন্নয়নমূলক শিক্ষার কথা তুলে ধরা হয়েছে। পাশাপাশি, JNU-র রাজনীতি এবং আন্তর্জাতিক শিক্ষা, ইতিহাস ইংরেজি, ভূগোল আধুনিক ভাষাশিক্ষা, ধর্মীয় শিক্ষার উল্লেখও রয়েছে বিশেষ ভাবে। IIM Ahmedabad-এর ব্যাচেলর অফ ম্যানেজমেন্ট স্টাডিজ, SIMATS Deemed University-র দন্ত চিকিৎসা বিভাগের উল্লেখ করা হয়েছে বিশেষ ভাবে।



এ ছাড়াও, IIT Bombay-র মিনারেল অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং, IIT Madras-এর পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, IIT Bombay-র ডেটা সায়েন্স অ্যান্ড AI, জিওলজি, আর্থ অ্যান্ড মেরিন সায়েন্সেস, IIT Delhi-র সিভিল ইঞ্জিনিয়ারিং, IIT Madras-এর মেকানিক্যাল, এ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, IIT Bombay-র আর্ট অ্যান্ড ডিজাইন, চণ্ডীগড় ইউনিভার্সিটির হসপিট্যালিটি, JNU-এর অ্যানথ্রপলজি, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অ্যানথ্রপলজি, IIT Kharagpur-এর কৃষি এবং বন শিক্ষা, দিল্লি বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিজ, লিঙ্গুইস্টিকস, ফিলজফি, IISC-র বায়োলজিক্যাল সায়েন্সেসের উল্লেখ রয়েছে।


Education Loan Information:

Calculate Education Loan EMI