কলকাতা: ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency)-এর ব্যবস্থাপনায় আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে JEE mains 2024-এর সেশন ১ পরীক্ষা।  আগামী ২৪ জানুয়ারি থেকে শুরু এই পরীক্ষা। সেশন ১-এর পরীক্ষা ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ১২ জানুয়ারি জাতীয় যুব দিবসের দিন এই পরীক্ষার এগজ়ামিনেশন সিটি স্লিপ বার হতে পারে। এর আট থেকে দশ দিনের মাথায় JEE মেইনের মূল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড পাওয়া যেতে পারে বলে জানা গিয়েছে।


JEE মেইন ২০২৪ অ্যাডমিট কার্ড কবে মিলবে?


পরীক্ষা শুরু হচ্ছে ২৪ জানুয়ারি। তার তিন দিন আগে অর্থাৎ ২০-২১ জানুয়ারি নাগাদ অ্যাডমিট কার্ড দেওয়া হতে পারে। অ্যাডমিট কার্ডে পরীক্ষা সংক্রান্ত সমস্ত চূড়ান্ত তথ্য উল্লেখ করা থাকবে। এটি ডাউনলোড করতে  রেজিস্টার্ড প্রার্থীদের সাইটে গিয়ে লগইন করতে হবে। লগইন উইন্ডোতে নিজের ক্যানডিডেট নম্বর ও ডেট অব‌ বার্থ দিতে হবে। এই দুটি তথ্য দিলেই ডাউনলোড করা যাবে সিটি স্লিপ।


JEE মেইন ২০২৪ অ্যাডমিট কার্ডে ভুল থাকলে কী করতে হবে?


এই নিয়েও বিস্তারিত বলা হয়েছে JEE মেইন ২০২৪ সাইটের ইনফরমেশন বুলেটিনে। কোনওরকম ভুল থাকলে তা এনটিএ হেল্পলাইনে ফোন করে তা জানাতে হবে। হেল্পলাইন ফোন নম্বর ০১১-৪৯৭৫৯০০০-এ সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে ফোন করা যাবে। এক্ষেত্রে পরীক্ষার্থী ওই অ্যাডমিট কার্ড নিয়েই পরীক্ষা দিতে বসতে পারবে। 


JEE মেইন ২০২৪ পরীক্ষার সময়সূচি


JEE মেইন ২০২৪ পরীক্ষার প্রথম সেশন ২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে। দ্বিতীয় সেশন ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে। প্রতি বছরের মতোই প্রথম সেশনের পরীক্ষা দুটি ভাগে হবে। প্রথম পেপারের পরীক্ষা সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে। দ্বিতীয় পেপারের পরীক্ষা সকাল বেলা ৩টেয় শুরু হয়ে ৬টায় শেষ হবে‌। পেপার ২এ-এর পরীক্ষা হল বি.আর্ক ও ২বি-এর পরীক্ষা বি. প্ল্যানিং। এই দুটি পরীক্ষার জন্য ৩ ঘন্টা ৩০ মিনিট সময় দেওয়া হবে। সেক্ষেত্রে পরীক্ষা সকাল ৯টা থেকে শুরু হয়ে ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। এর পর দ্বিতীয় পেপার ৩টে থেকে ৬টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।


আরও পড়ুন: 12th Fail IAS: জঙ্গিদলে যোগ দিতে চেয়েছিলেন ! আজ তিনিই সফল IAS


Education Loan Information:

Calculate Education Loan EMI