IAS Narayan Konwar: এ যেন আরেক মনোজ কুমার শর্মার কাহিনি। ক্লাস টুয়েলভে ফেল করেও একজন সফল আইপিএস হয়ে উঠেছিলেন মনোজ কুমার। তাঁর জীবনকাহিনি নিয়ে নির্মিত ছবি '12th Fail' এখন দুনিয়া কাঁপাচ্ছে। সারা ভারতে অন্যতম সেরার শিরোপা সেই ছবির উপর। আর তিনি যেন আরেক মনোজ। চম্বলের নয়, অসমের। দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হতে পারেননি তিনিও, সহ্য করেছেন নিদারুণ দারিদ্র্য, অভাব। কিন্তু সব বাধা পেরিয়েও সাফল্যের শীর্ষে উঠেছেন অসমের নারায়ণ কোনওয়ার (Narayan Konwar)। অনেকেই তাঁকে 12th Fail IAS বলেন।


অভাব, দারিদ্র্য


চরম ক্ষুধা, অভাব আর দারিদ্র্য যার সঙ্গী ছিল একদিন, শুধুমাত্র দৃঢ় সংকল্প আর কঠোর পরিশ্রমের দ্বারাই সব যন্ত্রণা কাটিয়ে সাফল্য পাওয়ার কাহিনি রচনা করেছেন নারায়ণ কোনওয়ার (Narayan Konwar)। অসমের মরিগাঁও জেলায় জন্মগ্রহণ করেন নারায়ণ। তাঁর পরিবারে শুরু থেকেই নিদারুণ অভাব। প্রতিদিন কী খাবেন সেই চিন্তায় আর সেই কাজেই দিন কাটত তাঁদের। তাঁর বাবা পেশায় একজন শিক্ষক হলেও উপার্জন ছিল খুবই কম। ফলে নিত্যদিনের পেট চালানোর বাইরে বেরিয়ে পড়াশোনা করা নারায়ণের পক্ষে খুবই কঠিন ছিল।


পাঁপড় ভাজা বিক্রি


খুব ছোটবেলায় বাবাকে হারান নারায়ণ। আর তার পরেই তাঁকে আর তাঁর মাকে কঠিন সমস্যার মধ্যে পড়তে হয়। শুরু হয় তাঁদের সংগ্রামের জীবন। তার পরে দিনমজুর হিসেবে কাজ করতে শুরু করেন নারায়ণের মা। আবার সেই কাজ সেরে এসে সবজিও বিক্রি করতেন তিনি। তা না করলে যে সংসার চলবে না।


আলফায় যোগদানের ইচ্ছে


সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে নারায়ণ (Narayan Konwar) জানিয়েছিলেন যে জায়গায় তিনি বড় হয়ে উঠেছেন, সেখানে অসমের আলফা (ULFA) বাহিনীর একটি ঘাঁটি ছিল। জঙ্গিদের ডেরা। প্রায়দিনই দেখতেন অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিচ্ছেন জঙ্গিরা। প্রাণে ভয় ছিল, কিন্তু, তারপরেও তাদের দেখে ইচ্ছে হত জঙ্গিদলে যোগ দেওয়ার। ঘরে অভাব, প্রবল দারিদ্র্য। শুনেছিলেন তাঁর এক সহপাঠীও যোগ দিয়েছিল জঙ্গিদের সঙ্গে। কিন্তু, ফিরে আসেন নারায়ণ। মন শক্ত করেন। অভাব থাকবেই, কিন্তু তাঁকে যে আরও বড় হতে হবে। পড়াশোনাকেই বেছে নেন নারায়ণ।  


সাফল্য


এর মাঝে মায়ের সঙ্গে কাজ করতে করতেই পড়াশোনা চালিয়ে গিয়েছেন নারায়ণ (Narayan Konwar)। কিন্তু তাতেও কি হয় ! এত সমস্যার মধ্যে পড়াশোনায় মন বসত না আর তার ফলস্বরূপ দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষায় ব্যর্থ হন নারায়ণ কোনওয়ার। ছোটবেলা থেকেই তাঁর মধ্যে অদ্ভুত এক জেদ ছিল। কোনওভাবেই মাথা নত করতে শেখেননি নারায়ণ। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নারায়ণ কোনওয়ার জানান, মায়ের কাজের সঙ্গে সঙ্গে রাস্তার ধারে পাঁপড় ভাজা, ছানার গুলি ইত্যাদি বিক্রি করে হাতখরচ চালিয়েছেন তিনি এবং তা দিয়েই পড়াশোনা করেছেন।


পরে স্থানীয় এক কলেজ থেকে সেকেন্ড ক্লাসে স্নাতক উত্তীর্ণ হন নারায়ণ। আর গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর উত্তীর্ণ হন ফার্স্ট ক্লাস পেয়ে। তারপরে নাগাওনের এডিপি কলেজে লেকচারার পদে কাজ করতে শুরু করেন নারায়ণ কোনওয়ার (Narayan Konwar)। আর সেই সময়ই তাঁর মনে ইচ্ছে জাগে UPSC পরীক্ষা দিয়ে বড় আমলা হওয়ার। প্রস্তুতি নিতে শুরু করেন, প্রথম চেষ্টায় উত্তীর্ণ হতে না পারলেও ২০১০ সালের UPSC পরীক্ষায় সারা দেশের মধ্যে ১১৯ র‍্যাঙ্ক নিয়ে উত্তীর্ণ হন নারায়ণ কোনওয়ার।


প্রত্যাশীদের জন্য টিপস


নারায়ণের জীবনের গল্প যেন এভাবেই মিলে যায় আইপিএস মনোজ কুমার শর্মার সঙ্গে। দারিদ্র্য, বাধা পেরিয়ে সংকল্প আর পরিশ্রমের মাধ্যমেই সাফল্য পেয়েছেন দুজনেই। UPSC প্রত্যাশীদের কাছে দুজনেই আজ আইকন। নিজের জীবন দিয়ে নারায়ণ বুঝিয়েছেন যে ইচ্ছে থাকলে, নিষ্ঠা থাকলে পৃথিবীর সমস্ত বাধা উপেক্ষা করেও সফল হওয়া যায়। অভাব বা দারিদ্র্য প্রতিবন্ধকতা হলেও কঠিন সংকল্প আর পরিশ্রমের মাধ্যমে সেই প্রতিবন্ধকতা সরিয়ে লক্ষ্য অর্জন সম্ভব।


আরও পড়ুন: IAS Story: এভাবেই খুঁজে পেয়েছিলাম আমার জীবনের 'পাণ্ডে'কে ! 12th Fail -এর সঙ্গেই মিলে যায় IAS অবনীশ শরণের জীবন


Education Loan Information:

Calculate Education Loan EMI