JEE Exam City Slip: জয়েন্ট এন্ট্রান্স মেনস পরীক্ষার পেপার ১-এর এক্সাম সিটি স্লিপ বা ইন্টিমেশন স্লিপ প্রকাশ পেয়েছে। এবার সহজেই জেনে নিতে পারবেন কোথায় পড়েছে আপনার পরীক্ষার সিট। এর আগে ২১ মার্চ জানা গিয়েছিল সেদিনই জয়েন্ট এন্ট্রান্সের সেশন ২-এর ইন্টিমেশন স্লিপ প্রকাশ পাওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। আজ ২ এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ও এনটিএর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ পেয়েছে এই পরীক্ষার অ্যাডমিট কার্ড। আগামী ৪ তারিখ থেকে শুরু হবে এই পরীক্ষা। দেখে নিন সম্পূর্ণ পরীক্ষার সূচি এবং কীভাবে আপনি এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন।
এপ্রিল মাসের ৪, ৫ ও ৬ তারিখে মূলত সারা দেশজুড়ে আয়োজিত হবে জয়েন্ট এন্ট্রান্স মেনসের সেশন ২-এর পেপার ১ পরীক্ষা। হল টিকিট বেরিয়ে গিয়েছে, এবার তা ডাউনলোড করে নিয়ে শেষ প্রস্তুতির পালা। ৬ তারিখেই যদিও পরীক্ষা শেষ নয়। ৮ এপ্রিল ও ৯ এপ্রিলও পরীক্ষা রয়েছে। তাঁর পর থেকে শুরু হবে পেপার ২-এর পরীক্ষা। এই পেপার ২-তে অনেকগুলি ভাগ রয়েছে। ১২ এপ্রিল আছে পেপার ২ এ (বি.আর্ক)-এর পরীক্ষা। এরপরে পেপার ২বি (বি.প্ল্যানিং), পেপার ২ এ ও বি (বি. আর্ক ও বি. প্ল্যানিং দুটিই) এই পরীক্ষাগুলি সবই হবে ১২ এপ্রিল। সারা দেশের মধ্যে ৩১৯টি শহরে হবে এই জয়েন্ট এন্ট্রান্স মেনসের সেশন ২-এর পরীক্ষা, দেশের বাইরেও ২২টি শহরে আছে পরীক্ষাকেন্দ্র।
পেপার ১-এর প্রতিটি পরীক্ষাই দুটি শিফটে হবে। প্রথম শিফট সকাল ৯টা থেকে ১২টা এবং পরের শিফট দুপুর ৩টে থেকে ৬টা। তবে পেপার ২-এর পরীক্ষা একটাই শিফটে হবে সকাল ৯টা থেকে দুপুর ১২.৩০ পর্যন্ত।
২০২৪ সালে জয়েন্ট এন্ট্রাস মেনস ২০২৪-এর সেশন ২ পরীক্ষার জন্য প্রায় ২৪ লক্ষ পরীক্ষার্থী রেজিস্টার করেছেন বলে জানা গিয়েছে আর তাঁর মধ্যে ১০ লক্ষ পুরুষ পরীক্ষার্থী এবং ১৩ লক্ষেরও বেশি মহিলা পরীক্ষার্থী। ২৪ জন তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থীও জয়েন্ট এন্ট্রান্স মেনসের জন্য রেজিস্টার করেছেন।
পরীক্ষার্থীদের এনটিএ ও জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে ডাউনলোড করে নিতে বলা হয়েছে হল টিকিট। নিজেদের অ্যাপ্লিকেশন নম্বর ও জন্ম তারিখ বসিয়ে খুব সহজেই তাঁরা এই হল টিকিট ডাউনলোড করে নিতে পারবেন। তবে ডাউনলোড করার সময় খেয়াল করতে হবে অ্যাডমিটে যথাযথভাবে বারকোড বসানো আছে কিনা। jeemain.nta.ac.in এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ড।
আরও পড়ুন: Success Story : মাত্র ২২ বছর বয়সেই সফল IAS, প্রথম প্রয়াসেই কীভাবে UPSC উত্তীর্ণ অনন্যা ?
Education Loan Information:
Calculate Education Loan EMI