Job News: রাষ্ট্রায়ত্ত সংস্থা ONGC-তে চাকরির সুযোগ। তেল বিপণকারী সংস্থার সঙ্গে কাজের মাধ্যমে যুক্ত হতে চান ? ভাল বেতনে এবার ONGC দিচ্ছে কনসালট্যান্ট পদে কাজের সুযোগ (ONGC Recruitment 2024)। তবে ফ্রেশারদের জন্য এই পদে নিয়োগ নয়, মূলত ONGC-তে কর্মরত ব্যক্তিদের এবং ১০ বছরের ন্যূনতম অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের জন্যেই এই নিয়োগের সুবিধে। কীভাবে আবেদন হবে ? শূন্যপদই বা কতগুলি দেখে নিন সবিস্তারে।


শূন্যপদ


ONGC রাষ্ট্রায়ত্ত সংস্থায় মেরিন রেডিও অফিসার বিভাগে জুনিয়র কনসালট্যান্ট এবং অ্যাসিসট্যান্ট কনসালট্যান্ট হিসেবে নিয়োগ চলছে। শূন্যপদ তিনটি।


কাজের অভিজ্ঞতা


ONGC-র অফিসিয়াল বিজ্ঞপ্তি (ONGC Recruitment 2024) অনুযায়ী এই পদে আবেদনকারী প্রার্থীকে E4 থেকে E5 লেভেলে আগে ONGC-তে অ্যাসিস্ট্যান্ট কনসালট্যান্ট হিসেবে কর্মরত অবস্থায় অবসর নিয়ে থাকতে হবে। মেরিন রেডিও বিভাগে রেডিও অপারেটর হিসেবে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে কাজের।


কাজের মেয়াদ


অফশোর ডিপ ওয়াটার ড্রিলিং প্রজেক্টের জন্যেই অস্থায়ীভাবে এই নিয়োগ চলছে। কাজের মেয়াদ চুক্তি অনুযায়ী ১ বছর নির্ধারিত। যদি এক্ষেত্রে এক বছরের আগে প্রজেক্টের কাজ শেষ হয়ে যায় তাহলে ১ মাসের নোটিশে নির্বাচিত প্রার্থীকে অব্যাহতি নিতে হবে।


বয়সসীমা


এই পদে নির্বাচিত প্রার্থীর বয়স হতে হবে ৬৪ বছরের মধ্যে।


বেতনক্রম


ONGC-তে জুনিয়র কনসালট্যান্ট বা অ্যাসিস্ট্যান্ট কনসালট্যান্ট পদে নির্বাচিত প্রার্থীরা ২৭০০০ টাকা থেকে শুরু করে ৪০০০০ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন। E3 লেভেল পর্যন্ত এটি হবে প্রার্থীর বেসিক স্যালারি, এর সঙ্গে আরও কিছু অ্যালাউয়েন্স জুড়ে প্রার্থী মাসিক ৪২০০০ টাকা পাবেন ন্যূনতম হিসেবে অর্থাৎ ১ বছর কাজ করলে ৫,০৪,০০০ টাকা পাবেন। এটা জুনিয়র কনসালট্যান্টের বেতন আর অ্যাসিস্ট্যান্ট কনসালট্যান্টের বেতন হবে মাসিক ৬৮০০০ টাকা সমস্ত অ্যালাউয়েন্স সহ।


কীভাবে নির্বাচন হবে


এক্ষেত্রে এই পদে নিয়োগের (ONGC Recruitment 2024) জন্য কোনও পরীক্ষা দিতে হবে না লিখিত। শুধুমাত্র ইন্টারভিউর উপর ভিত্তি করেই হবে নিয়োগ। শর্টলিস্টেড প্রার্থীরা ইমেলের মাধ্যমে ইন্টারভিউর তারিখ ও স্থান জানতে পেরে যাবেন। তবে ইন্টারভিউ দিতে আসার জন্য কোনও TA বা DA দেওয়া হবে না।


কীভাবে আবেদন


অনলাইন ও অফলাইন দুটি ভাবেই এই পদে আবেদন করা যায়। অনলাইনে আবেদনের ক্ষেত্রে অফিসিয়াল নোটিফিকেশনের সঙ্গে যুক্ত আবেদনপত্রটি সম্পূর্ণ পূরণ করে rrochn@ongc.co.in মেল আইডিতে পাঠাতে হবে নথি সহ।


অফলাইনে আবেদনের ক্ষেত্রে সমস্ত নথি আবেদনপত্র সহ ডাকযোগে আবেদন পাঠাতে হবে চেন্নাইয়ের ইনফোকম সেন্টারের অফিসে।


শেষ দিন কবে


এই পদে আবেদনের জন্য শেষ দিন আগামী মার্চ মাসের ৪ তারিখ বিকেল ৪টে।


এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশন এবং সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট নজরে রাখুন।  


আরও পড়ুন: Jobs And Recruitments: এনটিপিসি- তে ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ, শূন্যপদ কত? কীভাবে আবেদন করবেন?


Education Loan Information:

Calculate Education Loan EMI