লখনউ: দক্ষিণ আফ্রিকার পেসার লুনগি এনগিডি চোট পেয়ে ছিটকে না গেলে হয়তো আইপিএলে (IPL 2024) খেলাই হতো না তাঁর। তিনি জেক ফ্রেজ়ার ম্যাকগার্ক। অস্ট্রেলিয়ার তরুণ আইপিএল অভিষেকেই হইচই ফেলে দিলেন। তিন নম্বরে নেমে তাঁর ৩৫ বলে ৫৫ রানের বিধ্বংসী ইনিংস দিল্লি ক্যাপিটালসকে ১১ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জেতাল।
লখনউ সুপার জায়ান্টসের কোনও বোলারকেই রেয়াত করেননি অস্ট্রেলিয়ার ২২ বছর বয়সী ক্রিকেটার। প্রথম পাঁচ ম্যাচ যাঁকে মাঠের বাইরে সুযোগের অপেক্ষায় কাটাতে হয়েছিল।
তবে ব্যাট হাতে তিনি কী করতে পারেন, প্রথম সুযোগেই দেখিয়ে দিলেন ম্যাকগার্ক। দুটি চার ও পাঁচ ছক্কায় সাজানো তাঁর ইনিংস। আইপিএলে খেলতে আসার আগে দুবাই ক্যাপিটালসের হয়ে আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে নজর কেড়েছিলেন।
চলতি বছরে অস্ট্রেলিয়ার জার্সিতে আন্তর্জাতিক মঞ্চেও অভিষেক হয়েছে তাঁর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ওয়ান ডে ম্যাচে ২২০-রও বেশি স্ট্রাইক রেটে ৫১ রান করেছিলেন। ২০২৩ সালে প্রথমবার শিরোনামে উঠে আসেন ম্যাকগার্ক। মার্শ ওয়ান ডে কাপে মাত্র ২৯ বলে সেঞ্চুরি করেন। লিস্ট এ ক্রিকেটে সেটাই দ্রুততম। ভেঙে দেন এ বি ডিভিলিয়ার্সের ৩১ বলে সেঞ্চুরির রেকর্ড।
বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডসের হয়ে ১৫৮.৬৪ স্ট্রাইক রেটে ২৫৭ রান করেন। আইপিএল অভিষেকে তিন নম্বরে ব্যাট করতে নেমে মাইকেল হাসি অপরাজিত ১১৬ রান করেছিলেন। তারপর ম্যাকগার্কের ৫৫ রানই দ্বিতীয় সর্বোচ্চ।
দিল্লির জার্সিতে আইপিএলে অভিষেকে সর্বোচ্চ রান গৌতম গম্ভীরের (৫৮ অপরাজিত)। তারপরই ম্যাকগার্কের ৫৫ রানের ইনিংস দ্বিতীয় সর্বোচ্চ।
আরও পড়ুন: মুম্বইয়ে সৌরভ-আয়ুষ্মান বৈঠক! আইপিএলের মাঝেই দাদার জীবনকাহিনিতে ডুব
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।