Recruitment News:  আপনি যদি সরকারি চাকরি খুঁজে থাকেন, এবং এর জন্য প্রস্তুতি নিতে থাকেন তাহলে প্রতিরক্ষা খাতে আপনার জন্য বড় সুযোগ (Job News) রয়েছে। ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)-তে বিজ্ঞানী 'বি' এবং ইঞ্জিনিয়ার পদে নিয়োগ শুরু হয়েছে। এই নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থা।

ইতিমধ্যেই আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই আবেদনের শেষ তারিখও আর কিছুদিন পরেই। ফলে এখনও আবেদন না করে থাকলে হাতে আর বেশি সময় নেই। এই নিয়োগের জন্য আবেদন চাওয়া হয়েছে নিয়োগ ও মূল্যায়ন কেন্দ্রের মাধ্যমে। আগামী ১৩ জুন ২০২৫-এর মধ্যেই ডিআরডিও-র এই পদে আবেদন ক্রতে হবে। এরপরে বন্ধ হয়ে যাবে আবেদনের উইন্ডো।

কত শূন্যপদ রয়েছে

ডিআরডিও সায়েন্টিস্ট বি – ১২৭ পদ

এডিএ সায়েন্টিস্ট/ইঞ্জিনিয়ার বি – ৯ পদ

এনক্যাডারড পোস্ট সায়েন্টিস্ট বি – ১২ পদ

অর্থাৎ সব মিলিয়ে ১৪৮টি পদে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই।

কী কী যোগ্যতা লাগবে

এই পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীর স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিই বা বিএসসি বা বিটেক, এমএসসি, এমএ, অথবা স্নাতকোত্তর বিজ্ঞান ডিগ্রি থাকতে হবে। এর পাশাপাশি প্রার্থীর গেট পরীক্ষার স্কোরকার্ড থাকা দরকার। সবথেকে জরুরি বিষয় হল যে সমস্ত প্রার্থীরা তাদের শেষ সেমিস্টারের পরীক্ষা দিচ্ছেন তারাও এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। যোগ্যতার সম্পূর্ণ বিবরণের জন্য প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

বয়সসীমা

জেনারেল বা ইডব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা হতে হবে ৩৫ বছরের মধ্যে।

ওবিসি এনসিএলের জন্য বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা রয়েছে ৩৮ বছর।

এসসি বা এসটি প্রার্থীদের জন্য বয়সের সর্বোচ্চ সীমা রয়েছে ৪০ বছর।

কত বেতন হবে

এই ডিআরডিও সংস্থায় নির্বাচিত প্রার্থীরা লেভেল ১০-এর অধীনে প্রতি মাসে ৫৬,১০০ টাকা মূল বেতন পাবেন। যদি বাকি অন্যান্য অ্যালাউয়েন্স ধরা হয় তাহলে তাঁর মোট বেতন হবে ১ লক্ষ টাকা।

কীভাবে হবে প্রার্থী নির্বাচন

গেট স্কোরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। তারপর হবে পার্সোনাল ইন্টারভিউ। চূড়ান্ত মেধাতালিকার ক্ষেত্রে গেট স্কোরের ৮০ শতাংশ, আর ইন্টারভিউর ২০ শতাংশ মিলিয়ে এই তালিকা প্রস্তুত করা হবে। ইন্টারভিউর বিশদ বিবরণ ডিআরডিওর ওয়েবসাইটে পেয়ে যাবেন আগ্রহী প্রার্থীরা।

আবেদনের ফি কত

এই পদগুলির জন্য আবেদন করতে হলে প্রার্থীকে ১০০ টাকা দিতে হবে আবেদনের ফি হিসেবে। তবে মহিলা এবং এসসি/এসটি প্রার্থীদের কোনও আবেদনের ফি দিতে হবে না।


Education Loan Information:

Calculate Education Loan EMI